ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

হাবীব ইমনের ‘কিশোরদের বঙ্গবন্ধু’

প্রকাশিত: ১০:২১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক হাবীব ইমনের নবম বই ‘কিশোরদের বঙ্গবন্ধু’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস। প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন। ১৪৪ পৃষ্ঠার এ বইটির দাম ২৮০ টাকা। বইটিতে বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি দিয়ে অলংকরণ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর।

হাবীব ইমন জাতীয় দৈনিকের সাময়িকীতে লিখলেও তার লেখালেখির ভিত তৈরি হয়েছে মূলত ছোটকাগজের মধ্য দিয়ে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক পত্রিকা ও ছোটকাগজে প্রকাশিত হয়েছে তার লেখা। দ্রোহকালের সাহিত্য কাগজ ‘স্পর্ধা সবসময়’র সম্পাদক তিনি।  

তরুণ এ লেখকের জন্ম ১৯৮৩ সালের ৭ এপ্রিল নোয়াখালী জেলার মেঘনা নদীসংলগ্ন মাইজদীতে। পড়েছেন ব্যবসায় শিক্ষায়। মানব সম্পদ উন্নয়নে উচ্চতর ডিগ্রী গ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তার পেশা অনলাইন ও প্রিন্টিং মিডিয়ায় লেখালেখি- সাংবাদিকতা।

নতুন এ বইটি সম্পর্কে হাবীব ইমন বলেন, ‘বইটি নিয়ে আমি খুবই আশাবাদী। এটি সহজ-সরল ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। কিশোরদের উপযোগী বঙ্গবন্ধু জীবনী বই নেই। এ অভাব বা সংকট থেকে আমি বইটি লিখতে প্রয়াসী হয়েছি। বইটি এমনভাবে লেখা হয়েছে যে কিশোরদের পাশাপাশি বড়রাও পড়তে পারবে। বইটি পড়লে বঙ্গবন্ধুকে নির্মোহভাবে জানা যাবে। এমনকি বাংলাদেশের ইতিহাসও সহজে জানতে পারবে।’

হাবীব ইমনের ‘কিশোরদের বঙ্গবন্ধু’ মেলায় পাওয়া যাচ্ছে বহেরাতলার লিটলম্যাগ চত্বরের প্রকাশের স্টল ও সোহরাওয়ার্দীতে দেশ পাবলিকেশনসের ৪০৭-৪০৮ নম্বর স্টলে।

এসইউ/এমএস