ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আমিনুল ইসলাম মামুনের ছড়ায় ছড়ায় বর্ণমালা

প্রকাশিত: ০৭:০০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

একুশে বইমেলায় এলো ছড়াকার আমিনুল ইসলাম মামুনের আরও একটি ছড়ার বই ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’। এর আগে মেলার প্রথম সপ্তাহে এসেছে তার ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’ নামক ছড়াগ্রন্থটি। ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’ গ্রন্থটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা তুষারধারা। বইটিতে প্রতিটি বর্ণমালার সাথে রয়েছে দুই লাইনের একটি করে ছড়া। শিশুদের জন্য সহজবোধ্য করে লেখা প্রতিটি ছড়াই ভালোলাগার মতো।

ইতোপূর্বে তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে; দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪), কানামাছি (ছড়া-২০০৭), মন ছূঁয়েছে মন (উপন্যাস-২০০৯), শিকল ভাঙার ছড়া (ছড়া-২০১০), এক জীবনের গল্প (উপন্যাস-২০১২), তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪), পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫), ঘুড়ির মাঠে আয় রে সবে। বইমেলায় প্রকাশিত ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’ গ্রন্থটি মেলার তুষারধারা’র স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সোহাগ পারভেজ। পিন বাইন্ডিং করা চমৎকার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৮০ টাকা মাত্র।  

গ্রন্থ পরিচিতিমূলক তথ্য:
গ্রন্থ            : ছড়ায় ছড়ায় বর্ণমালা
লেখক            : আমিনুল ইসলাম মামুন
প্রকাশনা প্রতিষ্ঠান    : তুষারধারা  
বইয়ের ধরণ        : ছড়াগ্রন্থ
গ্রন্থে অন্তর্ভূক্ত ছড়া    : প্রতিটি বর্ণমালার সাথে একটি করে ছড়া  
প্রচ্ছদ            : সোহাগ পারভেজ
বাঁধাই            : পিন বাইন্ডিং   
ফর্মা সংখ্যা        : ১ ফর্মা
মূল্য            : ৮০ টাকা মাত্র

প্রকাশনার ঠিকানা : তুষারধারা, রুম নং-৪৪ (২য় তলা), সেঞ্চুরি আর্কেড, ১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭।     

লেখকের প্রকাশিত গ্রন্থ : ১০টি -  
১. দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪)
২. কানামাছি (ছড়া-২০০৭)
৩. মন ছুঁয়েছে মন (উপন্যাস-২০০৯)
৪. শিকল ভাঙার ছড়া (ছড়া-২০১০)
৫. এক জীবনের গল্প (উপন্যাস-২০১২)
৬. তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪)
৭. পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫)
৮. ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫)
৯. ঘুড়ির মাঠে আয় রে সবে (ছড়া-২০১৬)
১০. ছড়ায় ছড়ায় বর্ণমালা (ছড়া-২০১৬)  
            
মেলায় প্রাপ্তিস্থান: তুষারধারা’র স্টল।

এইচএন/আরআইপি