ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

পিয়াস মজিদের ৫ বই

প্রকাশিত: ১০:০৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় পাঠকপ্রিয় তরুণ কবি ও কথাসাহিত্যিক পিয়াস মজিদের ৫টি বই প্রকাশ হয়েছে। বইগুলো হচ্ছে- ‘নগর ঢাকায় জনৈক জীবনানন্দ’, ‘এলোমেলো ভাবনাবৃন্দ’, ‘কবিকে নিয়ে কবিতা’, ‘অগ্রন্থিত আবদুল মান্নান সৈয়দ’ ও ‘সৈয়দ শামসুল হকের জলেশ্বরী’।

নগর ঢাকায় জনৈক জীবনানন্দ
অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্পের বই ‘নগর ঢাকায় জনৈক জীবনানন্দ’ পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অন্যপ্রকাশের স্টলে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ।

এলোমেলো ভাবনাবৃন্দ
ঐতিহ্য থেকে প্রকাশিত প্রবন্ধের বই ‘এলোমেলো ভাবনাবৃন্দ’ পাওয়া যাবে ২৫৮-২৬০ নম্বর স্টলে। এই বইয়ের প্রচ্ছদও ধ্রুব এষের।

কবিকে নিয়ে কবিতা
সময় প্রকাশনী থেকে প্রকাশিত কবিতার বই ‘কবিকে নিয়ে কবিতা’ পাওয়া যাবে সময় প্রকাশনীর স্টলে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

অগ্রন্থিত আবদুল মান্নান সৈয়দ
অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত সম্পাদিত বই ‘অগ্রন্থিত আবদুল মান্নান সৈয়দ’ পাওয়া যাবে ২৯৩-২৯৬ নম্বর স্টলে। এই বইটিরও প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

সৈয়দ শামসুল হকের জলেশ্বরী
পাঠক সমাবেশ থেকে প্রকাশিত সমালোচনামূলক বই ‘সৈয়দ শামসুল হকের জলেশ্বরী’ পাঠক সমাবেশের প্যাভিলিয়নে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন সেলিম আহমেদ।

এসইউ/আরআইপি