ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসাদ আহমেদের ‘মনে মেঘ বাতাসে রৌদ্র’ এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

কবি আসাদ আহমেদের কবিতার বই ‘মনে মেঘ বাতাসে রৌদ্র’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হল আজ। বুধবার সন্ধ্যায় মেলার লিটল ম্যাগ চত্বরে বইটির মোড়ক উন্মোচন হয়। মোড়ক উন্মোচন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কথাসহিত্যিক পারভেজ হোসেন, কবি প্রদীব মিত্র, কবি হাসান মাহমুদ, কবি শামীম রেজা, কথাসাহিত্যিক হামীম কামরুল হক, জাগো নিউজের সহকারী সম্পাদক ড. হারুন রশীদ ও কবি অনিন্দিতা ইসলাম প্রমুখ।

মনে মেঘ বাতাসে রোদ্র বইটি মানুষ মিডিয়া প্রকাশন থেকে বেরিয়েছে। প্রচ্ছদ করেছেন তারিক ফেরদৌস খান।

বইটির মূল্য ১৪০ টাকা।

এআরএস/এবিএস