ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বইমেলায় ব্যাপক নিরাপত্তা

প্রকাশিত: ১২:১৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

আর কয়েক ঘণ্টা পরই একুশে ফেব্রুয়ারি, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর। জাতীয় চেতনার প্রতীক এ দিবসকে কেন্দ্র করে অমর একুশে বইমেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা গেছে। মেলার ২০তম দিন বিকেলে দেখা যায় সকালের থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতবছর বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্লগার ও লেখক অভিজিৎ হত্যকাণ্ডের বিষয়টি মাথায় রেখে এ বছর বইমেলার শুরু থেকেই বাড়তি সতর্ক অবস্থায় ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ-র্যাবের পাশাপাশি সাদা পোশাকে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশও। এছাড়া রয়েছে ফায়ার সার্ভিসের আলাদা ইউনিট।

বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে সরেজমিনে দেখা যায়, কর্তব্যরত পুলিশ সদস্যরা মেলায় প্রবেশের আগে দর্শনার্থীদের ব্যাগ তল্লাশি করছেন। এছাড়া কাউকে সন্দেহ হলে তার দেহ তল্লাশিও করা হচ্ছে।

সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেটের দায়িত্বে থাকা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল হাসান জাগো নিউজকে বলেন, বইমেলায় ঢাকা মহানগর পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। নিয়মিতই আমরা তল্লাশি করে থাকি। আজও করছি। তবে মাতৃভাষা দিবস উপলক্ষে একটু বেশিই। আমাদের প্রত্যেক সদস্যই নিজেদের জায়গা থেকে কঠোর নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এদিকে বইমেলায় এবার প্রথমবারের মতো বসানো হয়েছে ৮টি ওয়াচ টাওয়ার। এসব ওয়াচ টাওয়ার থেকে পুলিশ সদস্যরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ওয়াচ টাওয়ারের আশপাশ পর্যবেক্ষণ করছেন। তাছাড়া মেলায় র্যাবের দুটি ক্যাম্প রয়েছে। তারাও মেলার নিরাপত্তায় কাজ করছে। বইমেলায় ২০০ শতাধিক সিসি টিভি বসানো হয়েছে।

এমএইচ/এনএফ/আরআইপি

আরও পড়ুন