ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

`বিক্রি নয় মানসম্মত বইয়ের চিন্তা করতে হবে`

প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

তরুণ কবি সীমান্ত হেলাল। পেশায় একটি বেসরকারি কলেজের লাইব্রেরিয়ান। লেখালেখির হাতে খড়ি সপ্তম-অষ্টম শ্রেণিতে অধ্যয়নকাল থেকেই। প্রকৃতির বিভিন্ন রূপই তাকে লেখতে উৎসাহী করে তুলে। এবারই প্রথম একটি কবিতার বই প্রকাশ হয়েছে অমর একুশে বইমেলায়। নাম `এক মুঠো আগুন।`

জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজের লেখালেখির বিভিন্ন দিক তুলে ধরেন এ তরুণ কবি। বলেন, বই কতটি বিক্রি হবে এটা মাথায় না রেখে বইটি কতটা মানসম্মত সে দিকেই নজর রাখা উচিত।

কবি সীমান্ত হেলাল বলেন, সাহিত্য হচ্ছে গভীরভাবে চিন্তা করার বিষয়। আর একজন কবির সৃজনশীলতা বেরিয়ে আসে মফস্বলে। বর্তমানে কবিতার রাজত্বে ছেয়ে গেছে। তবে কতটি মানসম্মত বই বেরিয়েছে? মানসম্মত বই বের করার চেয়ে কতটি বই বের করতে পেরেছি তার দিকে বেশি নজর দিচ্ছি। যেখানে সৃজনশীলতা বেরিয়ে আসে না। প্রতিযোগীতার মাধ্যমে সাহিত্যের মূল চর্চাটা আসে না। আমাদের নজর দিতে হবে কতটা মানসম্মত বই প্রকাশ করতে পেরেছি।

Simanto-helal

সমাজের বিভিন্ন অনিয়ম তুলে ধরাই তার লেখালেখির অন্যতম উদ্দেশ্য উল্লেখ করে তিনি আরো বলেন, আমি চেয়েছি প্রতিটি কবিতার মাধ্যমে নাগরিক জীবনের তিক্ততাগুলো তুলে ধরতে। সমাজের মানুষের হাসি আনন্দের পাশাপাশি তুলে ধরার চেষ্টা করি অনিয়মগুলোও। যার জন্য আমার প্রথম কবিতার বইয়ের নাম দিয়েছি `এক মুঠো আগুন`।

আগুন যেভাবে হাতের মধ্যে বেশিক্ষণ রাখা যায় না। সেভাবে সমাজের অনিয়মগুলোও বেশিদিন টিকে থাকতে দেয়া ঠিক নয়। এগুলোকে হাতের আগুনের মতো ছুঁড়ে ফেলতে হবে বলেও জানান এ তরুণ কবি।

এমএইচ/আরএস/পিআর