১২টি পুরস্কারপ্রাপ্ত যে সিনেমায় অভিনয় করতে চাননি আমির
‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার একটি দৃশ্যে আমির খান।
যে সিনেমায় আমির খান অভিনয় করতে চাননি সেটি দিয়েই তিনি জিতেছিলেন সেরা অভিনেতার পুরস্কার। সিনেমাটি ঘুরিয়ে দিয়েছিল তার ক্যারিয়ারের মোড়টাও।
‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত এ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। সিনেমার নাম ‘রাজা হিন্দুস্তানি’। এ সিনেমাটি বক্স অফিসে এটতাই ঝড় তুলেছিল যে সে সময়ে আয়ের সব রেকর্ড ভেঙে দেয়।
‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার একটি দৃশ্য।
‘রাজা হিন্দুস্তানি’ সিনেমাটিতে আমির খানের বিপরীতে কারিশমা কাপুরকে অভিনয় দেখা গেছে। দুজনই পুরস্কার পেয়েছিলেন এতে অভিনয়ের জন্য।
‘রাজা হিন্দুস্তানি’ ছবির জন্য ফিল্মফেয়ারে আমির খান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ‘রাজা হিন্দুস্তানি’ হয় সেরা চলচ্চিত্র। কারিশমা কাপুর পান সেরা অভিনেত্রীর পুরস্কার। নানা ক্যাটাগরিতে মোট ১২টি পুরস্কার লাভ করে সিনেমাটি।
‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার একটি দৃশ্য।
‘রাজা হিন্দুস্তানি’ সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব শুরুতে আমির প্রত্যাখ্যান করেছিলেন। পরে সিনেমার নির্মাতা আমির খানকে অনেক বুঝিয়ে রাজি করান।
কারিশমার আগে এ সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়া রাইকে। তিনিও এতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। বিশ্ববিখ্যাত ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রায় বলেছিলেন, ‘মিস ইন্ডিয়া’য় অংশ না নিলে ‘রাজা হিন্দুস্তানি’ আমার প্রথম সিনেমা হতো।’
এমএমএফ/এলআইএ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ফ্যাসিস্টের প্রশংসা ও ধর্মবিরোধী মন্তব্য, ক্ষমা চাইলেন কানিয়ে
- ২ কিংবদন্তিতুল্য ড্রামার স্লাই ডানবার মারা গেছেন
- ৩ ৯০০ মিলিয়ন ডলারে নিজের প্রতিষ্ঠান বিক্রি করলেন টিকটক তারকা খাবি
- ৪ ভাগনে-ভাগনির কণ্ঠে দেশাত্মবোধের সুর, আবেগঘন ভিডিওতে সালমান
- ৫ ছন্দার দুই জমজ মেয়েও অভিনেত্রী, বৃত্তি নিয়ে পড়তে গেলেন মালয়েশিয়ায়