ফিল্ম আর্কাইভের সংগ্রহে ৫ হাজারেরও বেশি সিনেমা

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কেন্দ্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১৯৭৮ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সংরক্ষণে রেখেছে মোট পাঁচ হাজার ৪৪৫টি দেশি ও বিদেশি সিনেমা। এর মধ্যে ৩১৮টি সাদাকালো এবং পাঁচ হাজার ১২৭টি রঙিন চলচ্চিত্র।
রোববার (২২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির ছয়টি অত্যাধুনিক ভল্টে চলচ্চিত্রগুলো সংরক্ষিত রয়েছে। সংরক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে পুরোনোটি হলো ফরাসি নির্মিত ‘দ্য লুমিয়র ব্রাদার্স’। এই ছবিটি নির্মিত হয়েছিল ১৮৯৫ সালে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের বহু ঐতিহাসিক ও জনপ্রিয় চলচ্চিত্রও। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ধ্রুব’ (১৯৩৪), ‘দেবদাস’ (১৯৩৫), ‘মুখ ও মুখোশ’ (১৯৫৬), ‘এ দেশ তোমার আমার’ (১৯৫৯), ‘আসিয়া’ (১৯৬০), ‘কখনো আসেনি’ (১৯৬১), ‘সূর্যস্নান’ (১৯৬২), ‘ধারাপাত’ (১৯৬৩), ‘সুতরাং’ (১৯৬৪), ‘অনেক দিনের চেনা’ (১৯৬৪), ‘দুই দিগন্ত’ (১৯৬৪), এবং ‘রূপবান’ (১৯৬৫)।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুধু চলচ্চিত্র নয়, আর্কাইভের সংগ্রহে রয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট বই, সাময়িকী, গানের সংকলন, পোস্টার, প্রচারপত্র, স্থিরচিত্র, পাণ্ডুলিপি ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ।
চলচ্চিত্র সংরক্ষণের পাশাপাশি ধ্রুপদী অ্যানালগ চলচ্চিত্রগুলোকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরের কাজও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এ পর্যন্ত ১৬০টি চলচ্চিত্র ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও বহু চলচ্চিত্রকে ডিজিটাইজ করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের এ উদ্যোগকে চলচ্চিত্র-ঐতিহ্য সংরক্ষণে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের চলচ্চিত্র ইতিহাস আরও সহজে ও স্থায়ীভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এলআইএ/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন