ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জুবিন গার্গকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৫

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু পর থেকেই একের পর এক অজানা তথ্য সামনে আসছে। এবার সামনে এলো আরও বিস্ময়কর এক ঘটনা-শৈশবে বাঘ পুষতেন এই সংগীততারকা।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, আসামের তামুলপুর অঞ্চলে কাটানো শৈশবে নানা রকম পশুপাখির সঙ্গে বড় হয়েছেন জুবিন। তার বাবার বদলির চাকরির সুবাদে পরিবারটিকে বিভিন্ন জায়গায় থাকতে হতো। তামুলপুরে তারা যে বড় বাড়িটি পেয়েছিলেন, সেখানে ছিল এক অনন্য প্রাণীবিশ্ব-দুটি ময়ূর, দুটি হরিণসহ নানা পশুপাখির পাশাপাশি ছিল একটি বাঘছানা, যাকে নিজের হাতে দেখাশোনা করতেন জুবিন।

প্রতিবেদনে আরও বলা হয়, বাঘছানাটির সঙ্গে জুবিনের বন্ধুত্ব ছিল দারুণ। কাঁধে করে তাকে ঘোরাতেন, খাওয়াতেন, স্কুলে যাওয়ার আগে-পরে যত্ন নিতেন। অনেক সময় এসব প্রাণীর পরিচর্যা করতে গিয়ে স্কুলে দেরিও হতো তার। প্রায় দুই বছর তাদের সঙ্গে ছিল বাঘটি। পরিবারের স্থানান্তরের সময় তা হস্তান্তর করা হয় বন বিভাগে।

এর আগে জানা যায়, গত ১৮ নভেম্বর ছিল জুবিন গার্গের জন্মদিন। তাকে স্মরণ করে গোটা আসামজুড়ে আয়োজন হয় নানা কর্মসূচির-রাস্তায় রাস্তায় টাঙানো হয় তার ছবি, অনেকে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন:
বিরল রোগে ভুগছেন ‘দঙ্গল’ অভিনেত্রী
আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে স্কুবা ডাইভিং করতে গিয়ে অচেতন অবস্থায় উদ্ধার হন জুবিন গার্গ। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

এমএমএফ/এএসএম

আরও পড়ুন