নিশোর বাজিমাত: ‘সুড়ঙ্গ’ দিয়ে সেরা অভিনেতাসহ ৮ পুরস্কার জয়
আফরান নিশো ছোটপর্দার পরিচিত মুখ হলেও এখন আর তার অভিনয় সীমাবদ্ধ নেই টেলিভিশনের গণ্ডিতে। প্রেম, পারিবারিক গল্প কিংবা থ্রিলার-সব ধরনের চরিত্রেই সাবলীল এই অভিনেতা। দর্শকদের ভালোবাসা আর প্রশংসা কুড়ানো নিশো এবার বড় পর্দায়ও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন।
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র মুখোমুখি হয়েও অগ্নিপরীক্ষায় সফল হন নিশো। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমা।
এরই ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়ে বড় স্বীকৃতি পেল ‘সুড়ঙ্গ’। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, সেরা অভিনেতা (প্রধান চরিত্র)সহ মোট ৮টি বিভাগে পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’।
যে বিভাগগুলোতে পুরস্কার পেয়েছে সিনেমাটি:-
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র)
শ্রেষ্ঠ অভিনেতা (কৌতুক চরিত্র)
শ্রেষ্ঠ গায়িকা
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা
উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ব্যবসায়িক সাফল্যে ‘প্রিয়তমা’ নতুন রেকর্ড গড়লেও গল্প, নির্মাণ ও অভিনয়ের দিক থেকে দর্শক-সমালোচকদের কাছে এগিয়ে ছিল ‘সুড়ঙ্গ’।
আরও পড়ুন:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল
চর এলাকার মানুষের গল্প আজ থেকে প্রেক্ষাগৃহে
পাঁচ পুরস্কার পেল ‘প্রিয়তমা’, বাদ পড়লেন শাকিব খান
সিনেমাটিতে আফরান নিশো অভিনয় করেছেন মাসুদ চরিত্রে-একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। স্ত্রী ময়নাকে (তমা মির্জা) সে প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু দারিদ্র্য আর লোভের ফাঁদে পড়ে সরল মাসুদ ধীরে ধীরে অন্ধকার জগতে পা বাড়ায়। ব্যাংক থেকে টাকা চুরির জন্য সে শুরু করে ভয়ংকর এক পরিকল্পনা-মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়া। এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় সিনেমার গল্প।
এমআই/এমএমএফ