ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সপ্তম দিনে ধীরগতি, কত আয় করেছে ‘বর্ডার ২’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০:১০ এএম, ৩১ জানুয়ারি ২০২৬

সানি দেওল ও বরুণ ধাওয়ান অভিনীত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’ মুক্তির পর পেরিয়ে গেছে এক সপ্তাহ। শুরুর দাপট থাকলেও ধীরে ধীরে সিনেমার বক্স অফিস দৌড়ে ভাটা পড়ার ইঙ্গিত মিলছে। বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি থেকে আয় কমতে শুরু করেছে চোখে পড়ার মতোভাবেই।

ভারতীয় চলচ্চিত্র বাণ্যিজ্যের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র প্রাথমিক অনুমান বলছে, মুক্তির সপ্তম দিনে সিনেমাটি আয় করেছে ১১.২৫ কোটি রুপি। এর ফলে দেশীয় বক্স অফিসে ‘বর্ডার ২’র মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২২৪ দমমিক ২৫ কোটি রুপি।

সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি রুপি আয় করে শক্তিশালী সূচনা করেছিল। সেই সঙ্গে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-কেও ওপেনিং ডে-তে পিছনে ফেলে দেয়। দ্বিতীয় দিনে আয় বাড়ে আরও- শনিবার সংগ্রহ ছিল ৩৬.৫ কোটি রুপি। রোববার ছুটির দিনে সেই অংক পৌঁছে যায় ৫৪ দিশমিক ৫ কোটি রুপিতে।

সবচেয়ে বড় লাফ দেখা যায় ভারতের প্রজাতন্ত্র দিবসে (সোমবার)। ওই দিন একাই ৫৯ কোটি রুপির ব্যবসা করে সিনেমাটি। তবে এরপর থেকেই শুরু হয় ধীরে ধীরে পতন।

মঙ্গলবার আয় নেমে আসে ২০ কোটিতে, আর বুধবার আরও কমে দাঁড়ায় ১৩ কোটি রুপিতে।

প্রথম ৭ দিনের বক্স অফিস হিসাব:
প্রথম দিন (শুক্রবার) ৩০ কোটি রুপি, দ্বিতীয় দিন (শনিবার) ৩৬ দশমিক ৫ কোটি রুপি, তৃতীয় দিন (রবিবার) ৫৪ দশমিক ৫ কোটি রুপি, চতুর্থ দিন (সোমবার) ৫৯ কোটি রুমি, পঞ্চম দিন (মঙ্গলবার) ২০ কোটি রুপি, ষষ্ঠ দিন (বুধবার) ১৩ কোটি রুপি ও সপ্তম দিন (বৃহস্পতিবার) ১১ দশমিক ২৫ কোটি রুপি। মোট সংগ্রহ ২২৪ দশমিক ২৫ কোটি রুপি।

অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ হলো জেপি দত্তের ১৯৯৭ সালের আইকনিক সিনেমা ‘বর্ডার’র এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমায় ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন:
অরিজিতের শেষ গান কি সালমান খানের সিনেমাতেই, পুরোনো বিবাদ আবারও আলোচনায়
অরিজিত নিজেই সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন

সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত। টি-সিরিজের ব্যানারে নির্মিত এই সিনেমায় সানি দেওল ও বরুণ ধাওয়ানের পাশাপাশি রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, আনিয়া সিং, মেধা রানা, মোনা সিং ও সোনম বাজওয়া।

প্রথম সপ্তাহে ২০০ কোটির গণ্ডি পার হলেও এখন দেখার, দ্বিতীয় সপ্তাহে ‘বর্ডার ২’ নতুন করে গতি পায় কি না, নাকি ধীরে ধীরে থেমে যায় বক্স অফিসের এই যুদ্ধ।

এমএমএফ/এমএস

আরও পড়ুন