ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সুমন রেজার শর্ট ফিল্ম

প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৫ মে ২০১৬

নতুন শিল্পীদের নিয়ে একাধিক শর্ট ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা সুমন রেজা। এইসব শর্টফিল্ম নিয়ে একাধিক ফেস্টিভ্যালের আয়োজন করবে ঢাকা মৌলিক নাট্যদল। আর এই পরিকল্পনার মূলে আছে অভিনয়ে শিল্পী সংকট।

তিনি বলেন, বর্তমানে ভালো মানের অভিনয়শিল্পীর দেখা খুব একটা মিলে না। অভিনয়ের মূল আঙিনায় ভালো মানের শিল্পী খুব কম। তাই নির্মাতারা তাদের নির্মাণ চালানোর জন্য নাম যশের খ্যাতি ভাঙাচ্ছেন। এজন্য কেউ গান থেকে সুপারস্টার অভিনয়ে নিয়ে আসছেন, কেউ ক্রিকেট থেকে অভিনয়ে আনছেন। সে ভানা থেকেই শর্ট ফিল্ম নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এখানে নতুন শিল্পীরাই প্রাধান্য পাবে। আর এক্ষেত্রে মঞ্চ কর্মীদেরকেই অগ্রাধিকার দেয়া হবে।

সুমন রেজা বলেন, ‘এরইমধ্যে শর্টফিল্মগুলোর স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হযেছে। এখন শিল্পী নির্বাচনের কাজ চলছে।’

সুমন আরো জানান, মিডিয়ায় শিল্পী সংকট নিরসনে নতুন শিল্পীদের নিয়ে তিনি প্রাথমিকভাবে ১০-১২টি শর্ট ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। এ ফিল্মগুলোর ব্যাপ্তি হবে ৫ থেকে ২৫ মিনিট।

সুমনের নিজের নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদল এ বিষয়ে তাকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, প্রতিটি ফিল্মেই নতুন শিল্পীরা অভিনয় করবেন। তবে অভিনয়শিল্পীদের নির্বাচন করা হবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। এজন্য আগ্রহীদের তার ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে।

এলএ/এমএস

আরও পড়ুন