ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নাটকের শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৩ জুন ২০২৫

আজ (২৩ জুন) একটি ধারাবাহিক নাটকের শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের ফিল্ম সিটি স্টুডিওতে। আজ ভোরে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রথম হিন্দি ধারাবাহিক ধারাবাহিক ‘অনুপমা’র সেটে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপণকর্মীরা। জানা গেছে, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহন্মুম্বই পৌরসভা গণমাধ্যমকে বলছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। আনুমানিক সেটে তাঁবুর একটি কাঠামো রয়েছে। সেখান থেকেই সম্ভবত প্রথম আগুন লাগে। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে। ধারাবাহিক ‘অনুপমা’র সেটটি দাদাসাহেব ফালকে চিত্রনগরীর হাতি গেটে মরাঠি ‘বিগ বস’ সেটের পিছনে অবস্থিত।

পৌরসভা থেকে আরও জানানো হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে পৌরসভা থেকে লেভেল-১ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি জাম্বো ট্যাঙ্কার (জেটি)। সহকারী বিভাগীয় দমকল কর্মকর্তা (এডিএফও) এবং তিন জন স্টেশন অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের তত্ত্বাবধানে আগুন নেভানোর কাজ চলে। অগ্নিকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়ার পরেই ভারতীয় সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ‘এআইসিডব্লুএ’র পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ঘটনার কথা জানিয়ে উচ্চপর্যায়ের তদন্তের আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন