কিডনি দেওয়া সেই স্ত্রীও পরকীয়ায় আসক্ত, যা বললেন সাবা
গুণী অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোহানা সাবা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। বিশেষ করে সামাজিক নানান ইস্যুতে নিজের অভিমত প্রকাশে পিছপা হন না তিনি। এবার তিনি মুখ খুলেছেন সম্প্রতি ভাইরাল হওয়া আলোচিত ‘কিডনিকাণ্ড’ নিয়ে।
ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা, যেখানে একজন স্ত্রী তার অসুস্থ স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিয়েছেন। এরপর সেই স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
স্ত্রী গণমাধ্যমে আবেগঘনভাবে সব বলার পর মানুষজন তার পাশে দাঁড়ায়। তবে পাল্টা বক্তব্য দিয়েছেন স্বামীও, যেখানে তিনি দাবি করেছেন স্ত্রী কিডনি দেওয়ার শর্তে তার দোতলা বাড়ি লিখে নিতে বাধ্য করেছিলেন। এরপর একাধিক প্রেমে জড়ান তিনি। এমনকি একদিন রাতে তিনি নিজেই নিজের স্ত্রীকে ভাড়াটিয়া রাজীবের ঘরে আপত্তিকর অবস্থায় পেয়েছেন।
এসব নিয়েই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবা। তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে যা কিছু দেখি, তা নিয়ে আমরা খুব সহজেই একটা পার্সপেক্টিভ তৈরি করে ফেলি। সেটা এই কিডনি-কেস থেকে পরিষ্কার বোঝা যায়। চিলে কান নিয়েছে শুনেই নিজের কানটা চেক না করে চিলের পেছনে দৌড়ানো শুরু করার নামই সোশ্যাল মিডিয়া।’
তিনি আরও লেখেন, ‘আজকে লোকটার বক্তব্য শোনার পর ওয়াইফের অতিরিক্ত মেকআপ নিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে কান্নার গল্প বলার ধরনটা কেন জানি খটকা লাগছিল, মনে পড়ে গেল।’
সাবা আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কেন এতটা আবেগপ্রবণ। কারণ তার বাবাও ছিলেন কিডনি রোগী। তিনি জানান, ‘আমার বাবা একজন কিডনি পেসেন্ট ছিলেন। দিল্লিতে কিডনি ট্রান্সপ্লান্ট করানোর পরও বেশিদিন বাঁচেননি। ২০১৯ সালের সেপ্টেম্বরে তাকে হারিয়েছি। তাই কিডনি পেশেন্টদের ইস্যু আমার জন্য খুব সেনসিটিভ।’
সোশ্যাল মিডিয়ার আলোচিত এ ঘটনা ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। যেখানে একপাক্ষিক আবেগ নয়, মানুষ এখন উভয়পক্ষের বক্তব্যের দিকেও নজর দিচ্ছে।
এলআইএ/এমএস