ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হাসপাতালে ছেলেকে বুকে জড়িয়ে আবেগী পরীমনি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৩ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় গোটা দেশ শোকে মুহ্যমান। মর্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কোমলমতি শিশুদের আহত ও নিহতের ছবি তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি বেসরকারি হাসপাতালের অবস্থান ট্যাগ করে পরীমনি লেখেন, তিনি শারীরিকভাবে ভালো নেই। সেই হাসপাতাল থেকেই তার একটি ভিডিও প্রকাশ করা হয়, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন পরী। তার হাতে ক্যানোলা লাগানো। স্যালাইনের টিউব ঝুলছে পাশে। মাথার পাশে বসে আছে তার ছোট ছেলে পুণ্য। পরী বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বুকের কাছে টেনে নিচ্ছেন, চোখে-মুখে স্পষ্ট ট্রমার ছাপ।

ভিডিওতে লেখা ছিল, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’

পরীমনির চোখে-মুখে দেখা যায় এক জননীসুলভ আশ্রয়ের আকুতি। যে ভয়াবহতা তিনি পর্দায় অভিনয়ে প্রকাশ করেছেন, এবার তা নিজে অনুভব করছেন বাস্তবের এক বিভীষিকায়।

নেটিজেনরাও পরীমনির এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই তাকে সান্ত্বনা দিয়েছেন ও দোয়া চেয়েছেন। একজন মন্তব্য করেন, ‘বাবাটার (পুণ্য) জন্য হলেও সুস্থ থাকো আপু, ওর আর কে আছে তুমি ছাড়া।’

অন্য আরেকজন লেখেন, ‘মানসিকভাবে ভেঙে পড়লেও আপনি সাহসী হোন, আপনার অনুভূতি বুঝি। দেশের সব মা আজ কাঁদছেন।’

এলআইএ/এমএস

আরও পড়ুন