ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘সব শুটিং হোক আমেরিকার লাস ভেগাসে’ ক্ষোভ প্রকাশ করে বললেন অভিনেতা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:২০ পিএম, ২৫ জুলাই ২০২৫

শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের চিঠি দিয়েছে রাজধানীর উত্তরা সেক্টর-৪ নম্বর কল্যাণ সমিতি। প্রায় প্রতিদিন লাইট, ক্যামেরা আর নির্মাতা-অভিনেতাদের উপস্থিতিতে মুখর থাকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত লাবণী শুটিং হাউস। নোটিশটি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

এ ঘটনায় এরই মধ্যে ক্ষোভ ঝেড়ে প্রতিবাদ করেছেন অভিনয়শিল্পীরা। শামীম হাসান সরকারও আছেন এ তালিকায়। নিজের ফেসবুকে শামীম লিখেছেন, বাংলাদেশের নাটকের শুটিং দেশের মাটির কোথাও করতে দেওয়া উচিত না। সব শুটিং হোক আমেরিকার লাস ভেগাসে!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘সব শুটিং হোক আমেরিকার লাস ভেগাসে’ ক্ষোভ প্রকাশ করে বললেন অভিনেতা

গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে। চিঠিতে হাউসের মালিকদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয় এবং বলা হয়, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী। সেক্টরের পরিবেশ ও সুনাম রক্ষায় হাউসের মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআই/এমএমএফ/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন