ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শফি মণ্ডলের নতুন গান ‘আরশিনগর’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০১ আগস্ট ২০২৫

আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠশিল্পী শফি মণ্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হলেন। ‘খুঁজতে গেলি আরশিনগর একলা কেন সন্ধ্যারাতে? বুঝি না তোর আসল চলন, সুর বেঁধেছিস কোন ধারাতে’ কথামালায় ‘আরশিনগর’ শিরোনামে গানটি লিখেছেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গবেষক ও কবি ড. তপন বাগচী এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। এতে সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। গানচিল ফোক এর ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

গানটি সম্পর্কে শফি মণ্ডল বলেন, হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। এরই পরম্পরায় ড. তপন বাগচীর লেখা ‘আরশিনগর’ গানটি করলাম। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তার গান আমি আগেও করেছি। বিশেষ করে এ গানের ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।

শফি মণ্ডলের নতুন গান ‘আরশিনগর’

গীতিকার তপন বাগচী বলেন, এই সময়ের বাউলগানের শ্রেষ্ঠপুরুষ শফি মণ্ডলের কণ্ঠে আমার লেখা শোভা পাবে, এ আমার ভাবনারও অতীত। হাবিব মোস্তফার সুরে বাউলের ঢংটি সুপ্রযুক্ত হয়েছে। অণু মোস্তাফিজের সংগীতায়োজনও অসাধারণ। গানটি প্রচার করার জন্য গানচিলে গীতিকবি আসিফ ইকবাল এবং গীতিকবি ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের আন্তরিক উদ্যোগকে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। গানটি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য হলেই আমি ধন্য হবো।

আরও পড়ুন:

গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, শ্রদ্ধেয় শফি মণ্ডল বাংলা লোকগানের জীবন্তকিংবদন্তি কণ্ঠশিল্পী। তার দরদী কণ্ঠে আমার সুর করা গান গীত হয়েছে- বিষয়টি ভাবতেই মনের ভিতর একটি অলৌকিক ভালোলাগা কাজ করছে। অণু মোস্তাফিজ ভাইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি সংগীতায়োজন করে গানটির সৌন্দর্য বাড়ানোর জন্য। আশা করছি, বরাবরের মতো শফি মণ্ডলের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবেন।

এমএমএফ/এমএস

আরও পড়ুন