সৌখিনের উইশ কার্ডে ইয়াশ-নীহা
আসছে আলোচিত নির্মাতা জাকারিয়া সৌখিনের নতুন নাটক। এবারে তিনি নাটকের নাম রেখেছেন ‘উইশ কার্ড’। এতে জুটি হয়েছেন ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহা। সৌখিন জানান, বেশ কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।
আগামী ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে বলে জানিয়েছেন নির্মাতা।
পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘এটি পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক।’
এর গল্পে দেখা যাবে হৃদি চরিত্রে নীহার বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথমদিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদ চরিত্রের ইয়াশের সঙ্গে। সাদ যতোটা দুষ্টু, হৃদি ঠিক ততোটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভ‚ত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়।
কিন্তু কি সেই উইশগুলো? জানতে হলে অপেক্ষা করতে হবে নাটক রিলিজ পর্যন্ত।
‘উইশ কার্ড’ নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হবে এটি। সৌখিন ভাই প্রতিটি সিন এতো ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছেÑ কি আর বলবো, দর্শক খুব পছন্দ করবে আশা করি।’
নাজনীন নীহা বলেন, ‘সৌখিন ভাইয়ার পরিচালনায় এর আগে মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন নাটকে কাজ করেছি। দর্শক খুব পছন্দ করেছিল সেগুলো। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবেন।’
‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।
এমআই/এলআইএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ৩৩ বছরে পা দিচ্ছেন রিয়া, জানালেন নতুন পরিকল্পনার কথা
- ২ বিএনপি’র মনোনয়ন না পাওয়ায় নেতিবাচক মন্তব্যের জবাব দিলেন কনকচাঁপা
- ৩ মা হওয়ার ৫ মাস পর প্রকাশ্যে কিয়ারা, মুগ্ধ হলেন ভক্তরা
- ৪ ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং চুয়াডাঙ্গায়, প্রচার ২৬ ডিসেম্বর
- ৫ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগে বিতর্কে ধুরন্ধর