যেসব ইতিহাস গড়ল ‘কান্তারা চ্যাপটার ১’
‘কান্তারা চ্যাপটার ১’ সিনেমাটি দর্শকদের মন কেড়েছে
‘কান্তারা চ্যাপ্টার ১’—জনপ্রিয় কন্নড় সিনেমা ‘কান্তারা’র প্রিকুয়েল। আগের কিস্তির দুর্দান্ত সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। আর সেই প্রত্যাশাকেও ছাপিয়ে গেছেন অভিনেতা-পরিচালক ঋষভ শেঠি। ইতিহাস, লোকবিশ্বাস ও পৌরাণিক উপাদানের মিশেলে গড়া এই পিরিয়ড অ্যাকশন ড্রামা এরই মধ্যে কন্নড় চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে।
মাত্র ১৮ দিনেই ৫০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘কান্তারা চ্যাপ্টার ১’। ভারতের বক্স অফিসে এই অভিজাত তালিকায় এর আগে ছিল বাহুবলী ২, কেজিএফ ২ ও জেলার-এর মতো ব্লকবাস্টার সিনেমা।
শুধু কর্ণাটক নয়, কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ—দক্ষিণ ভারতের চার রাজ্যেই সিনেমাটি আয় করেছে ৫০ রুপির কোটির বেশি। কন্নড় কোনো সিনেমার জন্য এমন সাফল্য অভূতপূর্ব। সব মিলিয়ে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ৫২৪ দশমিক ১৫ কোটি রুপি।
সিনেমা বিশেষজ্ঞদের মতে, ‘কান্তারা চ্যাপ্টার ১’ শুধু ব্যবসার দিক থেকে নয়, দক্ষিণ ভারতীয় সংস্কৃতি ও পৌরাণিক কাহিনিনির্ভর চলচ্চিত্র ধারার জন্যও এক ঐতিহাসিক সাফল্য।
দক্ষিণের পর এবার হিন্দি বলয়েও ঝড় তুলেছে সিনেমাটি। মুক্তির মাত্র ১৮তম দিনেই ‘কান্তারা চ্যাপ্টার ১’ সিনেমার হিন্দি সংস্করণ আয় করেছে ২০০ কোটির বেশি, যা অনেক দক্ষিণী হিটকেও ছাড়িয়ে গেছে। তেলুগুভাষী রাজ্যগুলোতে সিনেমাটির আয় পেরিয়েছে ১০০ কোটি রুপি, আর তামিলনাড়ুতেও নতুন মুক্তিগুলোর ভিড়েও দৃঢ় অবস্থানে রয়েছে এটি।
আগামী মঙ্গলবার মুক্তি পেতে যাচ্ছে ‘থাম্মা’ ও ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’—দুটি বড় বাজেটের সিনেমা। বিশেষ করে উত্তর ভারতের বাজারে এগুলো হবে ‘কানতারা’র প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে বিশ্লেষকদের ধারণা, ‘থাম্মা’ ও ‘দিওয়ানিয়াত’র মুক্তি সত্ত্বেও বক্স অফিসে আরও অন্তত ২০০ কোটি রুপি আয় করতে পারে ‘কান্তারা: চ্যাপটার ১’।
আরও পড়ুন
শুধু ভারতেই ৬০০ কোটি আয়ের পথে ‘কান্তারা চ্যাপ্টার ১’
শুধু ভারতেই ৬০০ কোটি আয়ের পথে ‘কান্তারা চ্যাপ্টার ১’
‘কান্তারা’র জয়জয়কার, ১৩ দিনের আয় ৪৫৫ কোটি
ঋষভ শেঠির এই সিনেমা যে শুধু বাণিজ্য নয়, দক্ষিণ ভারতের গল্পনির্ভর সিনেমার মর্যাদাকেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে—তা আর বলার অপেক্ষা রাখে না।
এমএমএফ/জিকেএস