‘পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ’ ঘোষণার সংবাদটি সঠিক নয়
সালমান খান। ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খানকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণার খবরটি সঠিক নয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে দেখে জাগো নিউজ প্রথমে এ সংক্রান্ত খবর প্রকাশ করলেও এর কোনো সত্যতা মেলেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদিত একটি বিজ্ঞপ্তির সূত্র ধরে ভুয়া খবর প্রচার করা হয়েছে। এ বিষয়টি প্রথম ফ্যাক্টচেক করে 'বুম বিডি'।
গত ১৭ অক্টোবরে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া ‘জয় ফোরাম ২০২৫’ নামক একটি অনুষ্ঠানে অংশ নেন বলিউড তারকা সালমান খান, শাহরুখ খান ও আমির খান।
কথার একপর্যায়ে সালমান খান বলেন, ‘এই মুহূর্তে যদি আপনি কোনো হিন্দি সিনেমা বানিয়ে সৌদি আরবে মুক্তি দেন, তা সুপারহিট হবে। আপনি যদি তামিল, তেলেগু বা মালয়ালম সিনেমা বানান, সেগুলো শত কোটি টাকার ব্যবসা করবে, কারণ এখানে এখন বিভিন্ন দেশের অসংখ্য মানুষ কাজ করছে। এখানে বেলুচিস্তান থেকে মানুষ আছে, আফগানিস্তান থেকে আছে, পাকিস্তান থেকেও অনেকে এসেছে—সবাই এখানে কাজ করছে।’
সালমান খানের ওই বক্তব্য ঘিরে নেট দুনিয়ায় বেশ আলোচনা চলছে। দাবি করা হচ্ছে বেলুচিস্তান পাকিস্তানের প্রদেশ হওয়া সত্ত্বেও 'দেশের নাম' হিসেবে আলাদা উল্লেখ করে বেলুচিস্তানকে ভিন্ন দেশ দাবি করেছেন সালমান খান। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়, “সম্প্রতি বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করায় সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে নিষিদ্ধ করলো পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সিডিউল-৪ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকাকে সাধারণভাবে কালো তালিকা বলা হয়, যেখানে সন্ত্রাসবাদ বা নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে।”
আরও পড়ুন
সালমান খানকে যে কারণে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল
আবারও গান গাইবেন সালমান খান
তবে যাচাই বাছাই করে জানা যায়, ভারতের গণমাধ্যমে ছাপানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি ভুয়া। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদিত একটি বিজ্ঞপ্তির সূত্র ধরে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। এ বিষয়ে বুম বিডির পাশাপাশি তথ্য বিশ্লেষণ করে এটি যে ভুয়া তা জানিয়েছে পাকিস্তান ভিত্তিক স্বাধীন ফ্যাক্ট চেকার 'এমওআইবি'।
এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তান সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট, বেলুচিস্তান সরকারের ওয়েবসাইট, পাকিস্তান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো ওয়েবসাইটেই আলোচিত দাবির উল্লেখ পাওয়া যায়নি।
পাকিস্তান-বেলুচিস্তান দ্বন্দ্ব নতুন নয়। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতা দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চলছে। পাকিস্তানের দাবি, বেলুচিস্তান তাদের অবিচ্ছেদ্য অংশ; অন্যদিকে বেলুচ নেতাদের বক্তব্য, তারা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চান।
এমএমএফ/এলআইএ/জিকেএ