ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আমি কোনো দোষ দেখিনি সামিরার: ডন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৫

বাংলা সিনেমার চিরচেনা মুখ সালমান শাহ- যার অকালমৃত্যু এখনো রহস্যে ঘেরা। মৃত্যুর প্রায় তিন দশক পরও এই নায়কের অপমৃত্যু মামলা ফের আলোচনায়। আত্মহত্যা না হত্যা- এই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে তদন্ত ও জনমত।

সম্প্রতি মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ায় আবারও সামনে এসেছে পুরোনো অনেক ঘটনা। এবার ভাইরাল হয়েছে অভিনেতা আশরাফুল হক ডনের এক সাক্ষাৎকার, যিনি এই মামলার ৪ নম্বর আসামি।

ডনের ওই সাক্ষাৎকারটি চার বছর আগে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অফ হিউমার’-এ প্রচারিত হয়েছিল। সেখানে সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি।

সাক্ষাৎকারে জয় সরাসরি প্রশ্ন করেন— ‘সালমান ভাইয়ের আত্মহত্যার পেছনে কে দায়ী হতে পারেন- তার মা না স্ত্রী?’

উত্তরে ডন প্রথমে বলেন, ‘এটা ফ্যামিলিগত ব্যাপার।’ এরপর তিনি সালমান শাহের মানসিক অবস্থা নিয়ে মন্তব্য করেন- ‘সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো মেন্টালি আপসেট আর ফ্রাস্ট্রেটেড ছিলেন।’

তবে তিনি স্পষ্ট করেন, সালমানের স্ত্রী সামিরা হকের কোনো দোষ তিনি দেখেননি। ডনের ভাষায়, ‘সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, এরকম প্রেম আমি কখনো দেখিনি। আমি কোনো দোষ দেখিনি সামিরার।’

এর আগে, পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে জানায়— সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, হত্যা নয়। সেই সময় ডন জানিয়েছিলেন স্বস্তির কথা, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।’

তবে এখন মামলাটি আবার হত্যা মামলা হিসেবে বিচারাধীন, আর সেই প্রেক্ষাপটে ডনের পুরোনো মন্তব্য ফের আলোচনার কেন্দ্রে।

মামলায় প্রধান আসামি সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

আরও পড়ুন:
সালমান শাহর ছোটো ভাই শাহরান লাইভে এসে সামিরাকে যা বললেন
সালমান শাহকে নিয়ে লেখা যে বই নিষিদ্ধ করা হয়েছিল

নতুন করে মামলার গতিপ্রকৃতি ঘিরে তৈরি হয়েছে জল্পনা, বিতর্ক ও জনমনে প্রশ্নের ঝড়। আর ডনের সেই পুরোনো বক্তব্য যেন আবারও নেড়ে দিয়েছে সালমান শাহর মৃত্যুর রহস্য।

এমএমএফ/জেআইএম

টাইমলাইন

  1. ০৫:৫৮ পিএম, ০১ নভেম্বর ২০২৫ সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ ৫ দফা দাবি
  2. ০৫:২২ পিএম, ০১ নভেম্বর ২০২৫ সালমান শাহকে বড় ভাই ও সামিরাকে ঘনিষ্ঠ বন্ধু বললেন শাবনূর
  3. ০৩:২৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ সামিরার মায়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  4. ০৯:১২ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ মৃত্যুর আগের দিন এই অভিনেতাকে কেন খুঁজেছিলেন সালমান শাহ
  5. ০২:৪২ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ সালমান শাহ মারা যাওয়ার সময় কোথায় কী করছিলেন ডন
  6. ১২:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন অভিনেতা ডন
  7. ০৯:৪৭ এএম, ২৮ অক্টোবর ২০২৫ সালমান শাহ হত্যা মামলা ট্রেন্ডিংয়ে, সামিরা-ডনও আলোচনায়
  8. ০৬:০৫ পিএম, ২৭ অক্টোবর ২০২৫ সালমান শাহের গোপন ডায়েরিতে মালেক আফসারীর নাম, কী লেখা ছিল
  9. ০১:৩৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৫ সালমান হত্যা মামলায় গ্রেফতার আতঙ্কে লাপাত্তা সামিরা ও ডন
  10. ০১:৫৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ আমি কোনো দোষ দেখিনি সামিরার: ডন
  11. ০৪:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ
  12. ০৩:৩৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ সালমান শাহর ছোটো ভাই শাহরান লাইভে এসে সামিরাকে যা বললেন
  13. ১২:৪৯ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই: মর্গকর্মী রমেশ
  14. ০৬:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে
  15. ০৩:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ আদালতের নির্দেশে স্বস্তি, তবে হুমকিতে নীলা চৌধুরী
  16. ০১:৪২ পিএম, ২১ অক্টোবর ২০২৫ সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরাসহ নতুন করে আসামি হলেন যারা
  17. ০৫:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০২৫ অবশেষে হত্যা মামলার নির্দেশ দিলেন আদালত
  18. ০৫:৫৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ সালমান শাহর লুক আজও তরুণদের অনুপ্রেরণা

আরও পড়ুন