নতুন গান নিয়ে আসছেন বেলাল খান
বেলাল খান
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান নতুন গান নিয়ে আসছেন। সম্প্রতি তিনি গানটি প্রকাশের ঘোষণা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে পি টিউনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
তিনি এ গানের নাম রেখেছেন ‘তোমার অভাবে’। এর কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন সজিব দাস।
গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘প্রিয় মানুষকে হারানোর বেদনা এবং সেই শূন্যতা নিয়েই তৈরি হয়েছে ‘তোমার অভাবে’। তার ভাষায়, “প্রিয়জনের অনুপস্থিতি কতটা কষ্ট দেয়, এই গানে ঠিক সেটাই ফুটে উঠেছে। আশা করছি, আমার আগের গানগুলোর মতো এটিও শ্রোতারা ভালোবাসবেন।’
আরও পড়ুন
এখন কথা বলতে পারছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন
নতুন সিনেমায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা
গীতিকার এন আই বুলবুল বলেন, ‘প্রিয়জনের অভাবের অনুভূতিকে কথায় ধরার চেষ্টা করেছি। সুর-সংগীত মিলিয়েই গানটি বেশ আবেগঘন হয়েছে।’
নতুন গানের পাশাপাশি বেলাল খান ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো নিয়েও। সম্প্রতি তিনি রিয়াদে একটি কনসার্টে অংশ নেন।
এলআইএ/এমএস