ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফারুকীর সিনেমার নায়িকা মোদির বিজেপি ছেড়ে এখন মমতার দলে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

অভিনয় থেকে রাজনীতি, শোবিজের তারকাদের জন্য এই যাত্রা নতুন নয়। বিশ্বের অনেক তারকাই রাজনীতিতে এসে সাফল্য পেয়েছেন। কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রও রাজনীতিতে সক্রিয় অনেকদিন ধরে। তিনি ভারতে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একজন কর্মী ছিলেন। তবে নির্বাচনের আগ মুহূর্তে দল বদল করে চমকে দিয়েছেন।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিল তার এই দল বদলের সিদ্ধান্ত। নরেন্দ্র মোদির বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলিউডের এই তারকা।

আরও পড়ুন
তৌহিদি জনতা নয়, জেমসের কনসার্টে হামলার আসল সত্য জানালেন শিক্ষার্থী
জেমসের কনসার্টে হামলা, পাঁচজন নিহতের গুজব 

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তিনি যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে। পশ্চিমবঙ্গের আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে নাম লেখান পার্ণো।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন পার্নো মিত্র। সে নির্বাচনে তৃণমূল প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি তিনি। এরপর থেকেই রাজনৈতিক মহলে তার দল বদলের গুঞ্জন চলছিল। আগামী বিধানসভা নির্বাচনের আগেই সেই জল্পনাই বাস্তবে রূপ নিল।


পার্নো মিত্র

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় পার্নোর জন্ম ১৯৮৯ সালের ৩১ অক্টোবর কলকাতায়। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। পড়াশোনা করেছেন আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে এবং পরে লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে অঞ্জন দত্ত পরিচালিত সিনেমা ‘রঞ্জনা আমি আর আসব না’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পার্নো মিত্রের। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য প্রশংসিত হন এবং সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন।


‘ডুব’ সিনেমায় নুসরাত ইমরোজ তিশার সঙ্গে পার্নো মিত্র

তিনি চলচ্চিত্র নির্মাতা বর্তমান বাংলাদেশের সংস্কৃকি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‌‘ডুব’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে নাম লেখান।

 

এলআইএ

আরও পড়ুন