ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গুলিতে প্রাণ গেল তরুণ অভিনেত্রী-গায়িকার, খুনিও মৃত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

সংগীত আর অভিনয়ের মঞ্চে যার ছিল প্রাণবন্ত উপস্থিতি, সেই শিল্পীর জীবন থেমে গেল হঠাৎ এক মর্মান্তিক ঘটনায়। বন্দুকের গুলিতে প্রাণ হারালেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা ডেসিরে মার্টিন। মাত্র ২৯ বছর বয়সেই থেমে গেল তার স্বপ্নের পথচলা।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় এ গায়িকা ও অভিনেত্রী।

স্থানীয় সময় গত ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লাস ক্রুসেস শহরের বার্কশায়ার কোর্ট এলাকার একটি বাড়িতে ঘটে এই ভয়াবহ ঘটনা।

আরও পড়ুন
উন্মত্ত জনতার ভিড়ে থামল কৈলাস খেরের কনসার্ট, তীব্র সমালোচনা
ফারুকীর সিনেমার নায়িকা মোদির বিজেপি ছেড়ে এখন মমতার দলে

লাস ক্রুসেস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গুলির ঘটনার পর খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ বাহিনী সোয়াত ও কুকুর ইউনিট মোতায়েন করে। দীর্ঘ সময় চেষ্টা করেও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তিকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ডেসিরে মার্টিনকে গুলি করার পর ওই ব্যক্তি নিজেই আত্মহত্যা করেছেন।

ডেসিরে মার্টিন ছিলেন একজন অভিনেত্রী ও সংগীতশিল্পী। লাস ক্রুসেসের থিয়েটার অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন। অভিনয়ের পাশাপাশি সংগীতেও তাঁর ছিল আলাদা পরিচিতি।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডেসিরে ওই বাড়িতে একজন সেবিকা হিসেবে কাজ করছিলেন। তার বাবা জানান, মানুষকে সাহায্য করাই ছিল ডেসিরের জীবনের বড় লক্ষ্য। সেই কারণেই তিনি ওই বাড়িতে কাজ করছিলেন।

তরুণ এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোক। অভিনয় ও সংগীতের জগতে সম্ভাবনাময় একটি জীবন এভাবেই হঠাৎ থেমে যাওয়ায় শোকস্তব্ধ সবাই।

 

এলআইএ