ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ঢাকা চলচ্চিত্র উৎসবের শেষদিন

দীঘির ‘শ্রাবণ জোৎস্নায়’সহ দেখা যাবে যেসব সিনেমা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৮ জানুয়ারি ২০২৬

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। এবার উৎসবটির ২৪তম আসর বসেছে। এতে প্রতিদিনই থাকছে দেশ-বিদেশের নানা ধরনের সিনেমার প্রদর্শনী। আজ আজ (১৮ জানুয়ারি) হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। পাশাপাশি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’ দেখানো হবে। এছাড়াও জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

আজ উৎসবের উল্লেখযোগ্য সিনেমার তালিকা দেওয়া হলো-

শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন:

বিকেল ৪টা: সমাপনী আয়োজন। প্রদর্শিত হবে সেরা পুরস্কার জয়ী সিনেমা। এতে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)

সকাল সাড়ে ১০টা: পরিণাম (বাংলাদেশ), কুপ (সৌদি আরব), দ্য সিক্রেট (লিথুয়ানিয়া), শব্দের ওপারে (বাংলাদেশ), গুডবাই মাই ডোভ (বেলজিয়াম); বেলা ১টা: ডোন্ট ইউ ডেয়ার ফিল্ম মি নাউ (যুক্তরাষ্ট্র), এনালগ নেটিভস (জার্মানি), মিসটেকস অ্যান্ড ট্রাইস (চিলি); বেলা ৩টা: নানি (যুক্তরাষ্ট্র), তেমেতভ: দ্য ফরগটেন হিরো (উজবেকিস্তান), হোয়্যার ইজ মাই ফাদার (দক্ষিণ কোরিয়া); বিকেল ৫টা: বেহুলা দরদি (বাংলাদেশ); সন্ধ্যা সাড়ে ৭টা: শ্রাবণ জ্যোৎস্নায় (বাংলাদেশ)।


‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমায় সহশিল্পীর সঙ্গে দিঘী

আরও পড়ুন:
বেশ সাবধানে বলতে হয়, সিনেমাটা একটু অন্য রকম
সমুদ্রসৈকতে উৎসবের সিনেমা, নেপথ্যে এফডিসির সাবেক এমডি

শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: মোজার্ট ফ্রম স্পেস (চীন); বেলা ১টা: হোয়াট গ্রোজ ইন থারি মাইলাস ভেজিটেবল গার্ডেন (নেপাল); কমন পেয়ার (স্লোভেনিয়া); ইন পারসুইট অব স্প্রিং (উজবেকিস্তান); বেলা ৩টা: দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড (যুক্তরাষ্ট্র); বিকেল ৫টা: লা প্রিমিয়ার ইমেজ (গ্রিস), রাত্রিযাপন (ভারত)।

লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত

বিকেল ৪টায় ইরানের ‘উইদাউট মি’ ও সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটি প্রদর্শিত হবে।


‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার একটি দৃশ্য

এমআই/এলআইএ/এমএস

আরও পড়ুন