ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ভারতীয় নায়িকা নিয়ে শ্রীলঙ্কায় ব্যস্ত নায়ক সিয়াম

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬

ভারতীয় নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। তাকে নিয়ে শ্রীলঙ্কায় আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামে নতুন সিনেমার শুটিং করছেন তারা সেখানে। সুস্মিতার পাশাপাশি বলিউডের একজন খল অভিনেতারও শ্রীলঙ্কার শুটিংয়ে যুক্ত আছেন বলে খবর পাওয়া গেছে।

সিনেমার শুটিং করতে গত সপ্তাহে শ্রীলঙ্কা যায় ২৮ সদস্যের একটি দল। তবে পুরোদমে শুটিং শুরু হয় গত বৃহস্পতিবার। 

জানা গেছে, কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশন ‘রাক্ষস’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি পেতে দীর্ঘসূত্রতা, ভিসা জটিলতা, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের শিল্পী-কলাকুশলীদের একে অন্যের দেশে কাজ করার ক্ষেত্রে অস্বস্তি ইত্যাদি কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন তারা।

আরও পড়ুন
এবার ভাইরাল নায়িকা মাহির পুরনো ভিডিও
‘কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই’, জানতে চান তাসনিয়া ফারিণ

পরিচালক মেহেদী হাসান জানালেন, একদিকে শুটিং হচ্ছে, অন্যদিকে সম্পাদনার কাজও চলছে। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে। শ্রীলঙ্কায় ১৮ দিন হবে সিনেমার শুটিং। পরিচালক আরও বলেন, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলংকাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন তিনি। তার ইচ্ছা ছিল, শ্রীলংকাতেও সিনেমার শুটিং করবেন।

তিনি বলেন, ‘আশাবাদী-শিগগিরই এ সমস্যা মিটে যাবে। আর এ সিনেমার কয়েকটি গানের শুটিং মালয়েশিয়াতেও করা হবে।’

এদিকে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এর পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে শুটিংয়ের বিষয়ে নতুন করে ভাবতে শুরু করে দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান।

এ বছর মুক্তির অপেক্ষায় থাকা সম্ভাব্য কয়েকটি ছবির শুটিংয়ের পরিকল্পনায় ছিল ভারতের বিভিন্ন শহর। আবার অভিনয় ও কারিগরি সহায়তায় যুক্ত হওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী-কলাকুশলী।

 

এমআই/এলআইএ