একসঙ্গে গাইলেন চঞ্চল ও শাওন
অভিনয়ের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দু’জনের মধ্যে দারুণ একটি মিল রয়েছে। সেটি হলো তারা গানও করেন। দু’জনেরই রয়েছে গানের ভক্ত-শ্রোতাও। তবে কখনো গান তাদের একসঙ্গে করা হয়নি।
এবারে এলো সেই সুযোগ। দুজনে গান করলেন ‘আড্ডা গানে ঈদ’ নামে আরটিভির ঈদের একটি বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি ঈদ নিয়ে তাদের শৈশব-কৈশোরের স্মৃতিসহ নানা বিষয় নিয়ে কথাও বলেছেন। আড্ডার ফাঁকে ফাঁকে জানিয়েছেন যাপিত জীবনের অনেক কথা।
লাক্স তারকা রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সোহেল রান বিদ্যুতের প্রযোজনায় ‘আড্ডা গানে ঈদ’ অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেলে ৫ টা ২০ মিনিটে।
এলএ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’