ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রকাশ হলো বেলীর প্রথম একক

প্রকাশিত: ০৭:১৭ এএম, ১২ এপ্রিল ২০১৫

প্রাণ পাওয়ার ভয়েজ টপ টেন খ্যাত সময়ের আলোচিত কন্ঠশিল্পী বেলী আফরোজ। আসছে পহেলা বৈশাখে প্রকাশ হয়েছে তার প্রথম একক এ্যালবাম ‘বেলী’।

জি-সিরিজ এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হলো অ্যালবামটি। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন কন্ঠশিল্পী সুবীর নন্দী, ওস্তাদ সঞ্জীব দে, রাশেদ উদ্দিন তপু ও জি-সিরিজ ও অগ্নিীবীণার কর্ণধার নাজমুল হক ভুইয়া খালেদ।

প্রকাশিত অ্যালবামে গান রয়েছে ৮টি। গান গুলোর শিরোণাম হলো ‘ভালো থাকুক মন’, ‘দিন কাটেনা’, ‘তেতুল পাতা’, ‘পেইন পোলা’, ‘রং’, ‘ইটিস পিটিস’, ‘দমের পুতুল’ ও ‘ভাবের ঘর’।

বাপ্পা মজুমদার, সুমন কল্যান, মীর মাসুম, পঙ্কজ ও কবিয়াল রমেশ শীলের সুরে গানের কথাগুলো লিখেছেন সজীব শাহরিয়ার, ইফতেখার সুজন, রবিউল ইসলাম জীবন, কবিয়াল রমেশ শীল, সজীব শাহরিয়ার, এ মিজান ও কবিয়াল রমেশ শীল।

নিজের নামে অ্যালবাম করা প্রসঙ্গে বেলী বলেন, ‘নিজের প্রথম কাজটিকে স্মরণীয় করে রাখতেই এই ভাবনা।’

উল্লেখ্য, শিল্পী বেলী এর আগেও ১০টি মিক্স এ্যালবামে গান করেছেন। গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

সবশেষে বেলী বলেন, ‘এই অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো গান উপহার দিব।’

এলএ/পিআর