EN
  1. Home/
  2. বিনোদন

সালমান শাহ স্মরণে কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২৯ আগস্ট ২০১৭

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ যেমন অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন ঠিক তেমনি তার মুখে জনপ্রিয় হয়েছে অনেক গানও। নায়িকাদের সঙ্গে নানা রকম শ্রুতিমধুর গানে ঠোঁট মিলিয়েছেন সালমান। সেই সব অধিকাংশ গানে সালমানের নায়িকাদের ঠোঁটে আসা গানগুলোর কণ্ঠ দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা।

সেই কনকচাঁপা এবার গাইলেন সালমান স্মরণে। বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব’র বিশেষ আয়োজনে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন এই গায়িকা।

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। করবেন সালমানকে নিয়ে স্মৃতিচারণও।

‘মিউজিক ক্লাব’র এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আগামীকাল বুধবার (৩০ আগস্ট) রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

এলএ

আরও পড়ুন