দিল্লিতেই বিয়ে করছেন শহিদ কাপুর
শহিদ কাপুর বিয়ে করবেন এমন খবর বহু আগে থেকেই নিশ্চিতভাবে জানতেন তার ভক্তরা। তবে কবে কখন কোথায় করবেন এই বিষয়টা নিয়ে জল্পনা কল্পনার কমতি ছিলোনা এবার সেই বিষয়েই মুখ খুললেন নাম প্রকাশে অনিচ্ছুক শহিদের এক ঘনিষ্ঠজন।
মুম্বাই ট্যাবলয়েডের বরাত দিয়ে জানা যায় `আগামী জুলাইতে বিয়ের পিঁড়িতে বসছেন শহিদ কাপুর,এবং সেটা বালি বা গ্রীসে নয়, বিয়েটা হবে দিল্লিতেই। হ্যা অবশেষে কন্যা মিরা রাজপুতের শহর দিল্লিতেই বিয়ে হতে যাচ্ছে আগামী জুলাইতে।দুজনেই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন শুভদিনের প্রস্তুতি নিয়ে।
উল্লেখ্য এ বছরের মার্চেই নিজের বিয়ের ব্যাপারটি প্রকাশ্যে আনেন শহিদ কাপুর।
আরএএইচ/এমএস