পর্দার আড়ালে জুটি মারজুক রাসেল ও মৌসুমি হামিদ
শ্রোতাপ্রিয় গীতিকবি, লেখক ও অভিনেতা মারজুক রাসেল। সম্প্রতি অভিনয়ে তিনি নিয়মিত হয়েছেন। গেল কোরবানি ঈদে তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকপ্রিয় হয়েছে।
ঈদের ছুটি শেষ করে আবারও অভিনয় শুরু করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে লাক্স তারকা ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদের বিপরীতে।
এর আগে মৌসুমী হামিদের সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করলেও প্রথমবার তার বিপরীতে জুটি বেঁধে কাজ করলেন মারজুক রাসেল। নাটকের নাম 'পর্দার আড়ালে'।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। মৌসুমী হামিদ ও মারজুক রাসেল ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন মাহাবুব আল রাশিদ খানসহ অনেকেই।
নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
এলএ/জেআইএম
সর্বশেষ - বিনোদন
- ১ গণতান্ত্রিক সরকার এলে সাংস্কৃতিক অঙ্গনে সুবাতাসের আশায় বাঁধন
- ২ একসঙ্গে ছুটিতে রাশমিকা-বিজয়, নতুন বছরের পোস্ট নিয়ে তুমুল আলোচনা
- ৩ মনোনয়নপত্র জমা না দিতে পেরে আপিল করলেন হিরো আলম
- ৪ বাংলাদেশি ক্রিকেটার কিনলেন শাহরুখ, গুরুর দাবি, ‘পাকিস্তান প্রেম’
- ৫ নতুন বছরে আবেগঘন বার্তায় পিয়া জান্নাতুল, স্মরণ করলেন বাবাকে