হিজড়াদের মডেল এজেন্সি
আজকাল চলচ্চিত্রসহ নানা কিছুতেই অভিনয় করতে দেখা যায় হিজড়াদের। তাদের উপর ভিত্তি করেও প্রচুর তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মিত হচ্ছে। স্বভাবতই শোবিজে বাড়ছে বৃহন্নলাদের চাহিদা।
সেইদিক বিবেচনা করেই এবার তাদের জন্য একটি মডেলিং এজেন্সি খোলা হচ্ছে দিল্লিতে। তৃতীয় লিঙ্গের এ মানুষদের মিডিয়ায় কাজের সুবিধার জন্যই এ উদ্যোগ নিয়েছেন রুদ্রাণী ছেত্রি নামের এক বৃহন্নলা। তাকে সাহায্য করছেন চিত্রগ্রাহক ঋষি রাজ।
ছেত্রি জানিয়েছেন, ট্রান্সজেন্ডাদের ইচ্ছাকে মূল্য দিতেই এই মডেলিং এজেন্সি খোলার সিদ্ধান্ত। 
ফটোগ্রাফার ঋষিও তাদের হয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘প্রত্যেকের সমান অধিকার আছে তার লক্ষ্যে পৌঁছানোর। আর তাদের সহযোগিতা করার জন্যই আমি সঙ্গে রয়েছি। অন্যরা পারলে বৃহন্নলারাও পারবে।’
এলএ
সর্বশেষ - বিনোদন
- ১ ৩৩ বছরে পা দিচ্ছেন রিয়া, জানালেন নতুন পরিকল্পনার কথা
- ২ বিএনপি’র মনোনয়ন না পাওয়ায় নেতিবাচক মন্তব্যের জবাব দিলেন কনকচাঁপা
- ৩ মা হওয়ার ৫ মাস পর প্রকাশ্যে কিয়ারা, মুগ্ধ হলেন ভক্তরা
- ৪ ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং চুয়াডাঙ্গায়, প্রচার ২৬ ডিসেম্বর
- ৫ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগে বিতর্কে ধুরন্ধর