ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘ভালোবাসবোই তো’

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমী এবং সুপার হিরো নিলয় দুই প্রজন্মের বাসিন্দা। এবারের ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে তাদের অভিনীত ছবি ‘ভালোবাসবোই তো’। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা বেলাল আহমেদ।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে  ব্লকবাস্টার সিনেমাসে। একই সঙ্গে ওইদিন দুপুর ২টার সংবাদের পর ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়। ‘ভালোবাসবোই তো’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

ছবিটি প্রসঙ্গে জাগো নিউজকে নিলয় বলেন, ‘বেলাল ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকেই তার অসমাপ্ত কাজ শেষ করেছি। আমাকে এই সুযোগটি করে দেয়ার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডকে ধন্যবাদ। আশা করি, ছবিটি সব শ্রেণির দর্শকদের কাছে ভালো লাগবে।’

পরিচালনার পাশাপাশি এ ছবির চিত্রনাট্য ও সংলাপ সাজিয়েছেন নির্মাতা বেলাল আহমেদ। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছেন নিলয়। পাশাপাশি দেখা মিলবে ওমর সানিকেও।

এনই/জেএইচ/আরআইপি