ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সুমন আনোয়ারের শাশুড়ি তিশা!

প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

মহান ভাষা দিবস উপলক্ষে এর আগে দুটি নাটক বানিয়েছেন জনপ্রিয় নির্মাতা সুমন আনোয়ার। সে ধারাবাহিকতায় এবার তিনি ভাষা দিবসের জন্য নির্মাণ করছেন নাটকটির তৃতীয় সিক্যুয়েল। এবারের সিক্যুয়েলটির নাম ‘ভাষা ও মা’।

আর এতে চমৎকার এক চরিত্র নিয়ে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে নাটকের বড় চমকটি হলো এখানে অভিনয় করেছেন নির্মাতা নিজেও। তিনি তিশার মেয়েকে বাল্যবিয়ে করতে উপস্থিত হবেন।

নাটকে এছাড়া আরো অভিনয় করছেন শিল্পী সরকার অপু, শাজাহান, কিসলু, এজাজ বারী ও যারা যরিফ।

সত্যেণ সেনের গল্প অবলম্বনে এর নাট্যরূপ ও পরিচালনা করছেন সুমন আনোয়ার। নাটকটির গল্পে দর্শকরা তিশাকে দেখতে পাবেন একটি মুসলিম পরিবারের বাঙালি মেয়ে হিসেবে। হিজাবে পর্দায় ঢেকে থাকা তিশার বিয়ে হয় উর্দূ ভাষায় কথা বলা একটি মুসলিম পরিবারের সঙ্গে। একই পরিবারে থেকে নিজের বাংলা ভাষার জন্য লড়ে চলেন তিশা প্রতিমূহুর্ত।

সুমন আনোয়ার বলেন, ‘নাটকে তিশা আমার শাশুড়ি চরিত্রে অভিনয় করেছেন। নাটকে দেখা যাবে তিশার মেয়েকে বাল্যবিয়ে করতে যাই আমি।’

সুমন আরও জানান, নাটকের গল্পের প্রেক্ষাপট কয়েক দশক আগের। তাই হিজাব, পাঞ্জাবি, পাগড়ি প্রভৃতি অনুষঙ্গ এসেছে প্রাসঙ্গিক হয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নির্মিত নাটকটিতে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এটি মহান ভাষা দিবস উপলক্ষে প্রচার হবে ২১ ফেব্রুযারি বাংলাভিশনের পর্দায়।

এলএ