ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মাছরাঙায় জলমানব

প্রকাশিত: ০৭:০৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

মাছরাঙা টেলিভিশনে প্রচার হেতে যাচ্ছে নতুন নাটক ‘জলমানব’। আসাদ সরকারের রচনায় এটি পরিচালনা করেছেন কে এম নাঈম। নাটকটি প্রচার হবে শুক্রবার (১২ ফেব্রুয়ারি)।

নাটকটিতে অভিনয় করেছেন মনির খান শিমুল, সানজিদা প্রীতি প্রমুখ।  

এর গল্পে দেখা যাবে, অয়ন নামে একটি ছেলেকে ভালোবাসতো সোমা। তাদের বিয়ের দিনও ঠিক হয়ে যায়, কিন্তু অয়ন আর সেদিন আসেনি। সোমার টাকা পয়সা আর স্বর্ণালংকার নিয়ে চলে যায় সে। সেদিন থেকেই সোমার মানসিক অবস্থা খারাপ হতে থাকে।

ঘুমের মধ্যে এমনকি জেগে জেগেও অয়নের সাথে কথা বলতে থাকে সে। অবস্থার পরিবর্তনের জন্য বাবা-মা তার বিয়ে দেয় আবীরের সাথে। কিন্তু তাতেও অবস্থার কোনো উন্নতি হয় না। এক পর্যায়ে মনোরোগ বিশেষজ্ঞ ও পুলিশের সহায়তায় আসল ঘটনা উম্মোচিত হয়।

এলএ