ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সানির কুছ কুছ লোচা হে

প্রকাশিত: ১১:৪২ এএম, ০২ ডিসেম্বর ২০১৪

সানি লিওন ভক্তদের জন্য সুখবর। বলিউডে পা রাখার পরই তার ভক্তদের একের পর এক ছবি উপহার দিয়ে চলেছেন। এবার আসছে সানির ‘কুছ কুছ লোচা হে’ যাতে সানির বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। প্রথমবারের মতো একসঙ্গে প্রেমিক জুটি হিসেবে দেখা যাবে এ দুই তারকাকে।

ফিল্মবিট জানাচ্ছে, ‘কুছ কুছ লোচা হে’ শিরোনামের নতুন এক ছবিতে অভিনয় করছেন সানি লিওন ও রাম কাপুর। ডেভাং ঢোলাকিয়ারের পরিচালনায় কমেডি ধাঁচের এ ছবিতে একেবারেই নতুন রূপে দেখা যাবে দুজনকে। সম্প্রতি ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।

ঢোলাকিয়া বলেন, সেক্স ও কমেডি ধাঁচের এ ছবিতে সানিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা অন্য কোনো সিনেমায় দর্শক দেখেনি। আর এ ছবিতে থাকছে একঝাঁক ফুর্তিবাজ লুচ্চা।
জানা গেছে, এ ছবিতে রামকে দেখা যাবে একজন গুজরাটি ব্যবসায়ীর চরিত্রে। আর সানি থাকছেন একজন সুপারস্টার নায়িকার চরিত্রে। সানির সঙ্গে রামের বিভিন্নভাবে জমে ওঠা রসায়নই হবে ছবির মূল আকর্ষণ। আপাতত মালয়েশিয়াতে ছবির শুটিং চলছে।

এ ছবিতে সানি ও রাম ছাড়া আরও চমক আছে। বলিউডের আরেক উষ্ণময়ী নায়িকা ইভলিন শর্মাকেও দেখা যাবে উষ্ণতা ছড়াতে।