ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রকাশ হলো আয়নার আলু পিঁয়াজ কাব্য (ভিডিও)

প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। ছবিটির ট্রেলার কিছুদিন আগে প্রকাশ পেয়েছে এবং সেটি আলোচনায় এসেছে। সেখানে ‘আয়না’ নাম নিয়ে বৈচিত্রময় এক চরিত্রে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

প্রকাশ হলো ছবিটির প্রথম গান। ‘আয়নাবাজি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বুধবার সন্ধ্যায় গানটি ছাড়া হয়েছে।

‘আলু-পেয়াজের কাব্য’ শিরোনামে গানটি লিখেছেন রাজিব আশরাফ। অর্ণবের সংগীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন বলিউড তারকা শান। গানে পারফর্ম করেছেন চরিত্র চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা।

ভিডিওটিতে দেখা গেছে, ব্যাকগ্রাউন্ডে গানটির তালে শহুরে বাজারের দৃশ্য। যেখানে নাবিলা বাজার করতে আসেন। তার সঙ্গে দেখা হয় চঞ্চলের। তিনি ঘুরে ফিরে আয়নাকে বাজার করে দেন। নাবিলার মুগ্ধতায় মজে ভুলে যান নিজের বাজার করার কথাও।

‘আয়নাবাজি’ ছবির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এছাড়া আরো অভিনয় করছেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা।

গেল ফেব্রুয়ারিতে শুরু হয় আয়নাবাজির শুটিং এবং শেষ হয় আগস্টে। টানা তিন মাস ধরে পুরান ঢাকা, পল্টন, কোক স্টুডিও, জজ কোর্ট’সহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে।

ছবিটির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট ব্যান্ড। নির্মাতা সূত্রে জানা গেছে, `আয়নাবাজি` শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে। চলতি বছর মার্চের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনাও করেছেন নন্দিত নির্মাতা অমিতাভ।

দেখুন গানটির ভিডিও :

এনই/এলএ/আরআইপি