ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাঘ সংরক্ষণে ফরিদপুরে পথ নাটক

প্রকাশিত: ১১:২১ এএম, ০৩ মার্চ ২০১৬

ফরিদপুরে মঞ্চায়িত হয়েছে আমিনুর রহমান মৃদুলের রচনা ও নিদের্শনায় ‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করবো’- এই স্লোগানকে সামনে রেখে পথ নাটক ‘বাঘ এসেছে’।

বৃহস্পতিবার, ৩ মার্চ দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্মৃতি সৌধের পাশে এ পথ নাটক অনুষ্ঠিত হয়। বন মন্ত্রনালয় ও ইউএসএইড’র আয়োজনে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুর রহমান পথ নাটকের উদ্বোধন করেন।

পথ নাটকের পরিচলক মামুন দেওয়ান জানান, ‘বাঘ আমাদের প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীতা অপরিসীম। এ লক্ষে আমরা ১০২ দিন দেশের বিভিন্ন জেলায় ২০৪টি স্থানে এ পথ নাটক মঞ্চায়িত করবো।’

তিনি জানান, গেল ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পথ নাটকটি মঞ্চায়িত হয়। এবং আগামী ২৫ মে শেষ হবে।

ফরিদপুরে ২০ মিনিটের এ পথ নাটকটি বৃহস্পতিবার আরও ৭টি স্থানে মঞ্চায়িত হয়েছে।

এস.এম. তরুন/এফএ/এলএ