ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বহুদিন পর শাহরুখ-করনের ম্যাজিক!

প্রকাশিত: ১০:৪০ এএম, ০৬ মার্চ ২০১৬

বলিউডে দারুণ সফল জুটি শাহরুখ খান ও করণ জোহরের। নায়ক-পরিচালক কিংবা প্রযোজকের এমন বন্ধুত্বও বিরল। সেই নব্বইয়ের শেষের দিকে করনের সঙ্গে শাহরুখের যে বন্ধুত্ব গড়ে উঠেছিলো সেটি দিনে দিনে কিংবদন্তির দিকে হাঁটছে।

‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে শুরু। তারপর পাঁচ পাঁচটি রেকর্ড করা ছবি তারা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। এরপর আর সুযোগ মিলেনি। তবে এই জুটির ভক্তদের জন্য সুখবর হলো আবারো এর পর দীর্ঘ বিরতি শেষে ফের একসঙ্গে হচ্ছেন এই দুই জনপ্রিয় তারকা অভিনেতা-নির্মাতা!

সম্প্রতি একটি টুইটার চ্যাটে অংশ নিয়েছিলেন করন জোহর। আর সেখানেই শাহরুখকে ফের নির্দেশনার ঘোষণাটি ভক্ত অনুরাগীদের উদ্দেশে জানিয়ে দেন। এক ভক্ত টুইটে করনকে সরাসরি প্রশ্ন করেন যে, কবে থেকে শাহরুখের সঙ্গে বন্ধুত্ব জারি আছে? করন দ্রুত উত্তর করেন, অনেকদিন থেকে। এই বন্ধুত্বে কখনো ফাটলও ধরবে না বলে জানান করন যোহর।   

এরপর তারকাছে জানতে চাওয়া হয়, তাহলে ২০১০ সালের পরে শাহরুখের সঙ্গে তিনি কেন আর কাজ করছেন না? তাদের কি আর নির্মাতা-অভিনেতার ভূমিকায় দেখা যাবে না? ভক্তের এমন প্রশ্নে করন বলেন, শিগগিরই আমরা এক হচ্ছি।

তবে সেটি কবে কখন কোথায়? কিংবা কেমন গল্পের কেমন চরিত্রে থাকবেন শাহরুখ- এসব নিয়ে মুখ খুলেননি করন। তিনি ধৈর্য ধরতে বলেছেন। এবং জানালেন, অপেক্ষা করছে নাকি ‘বিগ সারপ্রাইজ!’

এদিকে বলিউড নির্মাতা করন যোহরের আসন্ন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর কাজ চলছে পুরোদমে। ছবিতে মূল চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুর ও আনুশকা শর্মা। এখানে অথিতি চরিত্রে হাজির হবেন কাজল ও ঐশ্বরিয়া রাই।

এলএ/পিআর