ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

তিন প্রদর্শনী নিয়ে মাইম আর্ট

প্রকাশিত: ০৬:১৮ এএম, ১২ মার্চ ২০১৬

বাংলাদেশে মূকাভিনয় শিল্পের বিকাশের লক্ষে ২০০৮ সাল থেকে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের অন্যতম মূকাভিনয়ের দল মাইম আর্ট। একের পর এক মূকাভিনয় প্রদর্শনী, সারাবছর কর্মশালাসহ নানা ধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে দলটি।

তারই ধারাবাহিকতায় আগামী ১৩, ১৪ ও ১৫ মার্চ এই তিনদিনে মাইম আর্ট তিনটি মূকাভিনয় প্রদর্শনী করতে যাচ্ছে। দলটির প্রধান মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম প্রদর্শনীটি হবে আগামীকাল রোববার, ১৩ মার্চ রাত ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চলমান দাম্পত্য উৎসবে।

এখানে দাম্পত্য জীবনের উপরে নির্মিত মূকাভিনয় ‘পরকিয়া’ ও ‘নারী নির্যতন’ পরিবেশন করবে মাইম আর্ট। এছাড়াও থাকছে নিথর মাহবুবের একক মূকাভিনয়।

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ মার্চ থেকে ঢাবি মাইম অ্যাক্সানের আয়োজনে ১৫টি মূকাভিনয়ের দলের অংশগ্রহণে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় মূকাভিনয় উৎসব। এই উৎসবে ১৪ মার্চ রাত ৭টায় টিএসসি মিলনায়তনে মাইম আর্ট দলের বহুল প্রশংসিত প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’র প্রদর্শনী হবে।

এছাড়া ১৫ মার্চ টিএসির কলাভবনে উন্মুক্ত স্থানে মাইম আর্ট রাজনৈতিক অস্থিরতা ও পেট্রোল বোমার উপর নির্মিত আলোচিত মূকনাট্য ‘ইউ-টার্ন’র প্রদর্শনী করবে। সবগুলো প্রযোজনার রচয়িতা ও নির্দেশক নিথর মাহবুব। মাইম আর্টের কর্মীরাই এই প্রযোজনাগুলোতে মূকাভিনয় করবেন। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে থাকছেন নিথর মাহবুব, টুটুল, শুভ, অমরেশ, সুধাংশু, হিমেল, শ্যামল, মুনিয়া, লিপিকা, মৌ, কামরুল, রাসেল, রবি, রণক, রিপন চয়ন প্রমুখ।

এলএ/এমএস