ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

৪০০ পর্বে ডিবি!

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১২ মার্চ ২০১৬

দেশে বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়া ধারাবাহিক নাটকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘ডিবি’। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত  ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত ধারাবাহিকটি এটিএন বাংলায় রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে।

প্রচারের ধারাবাহিকতায় নাটকটি ৪০০ পর্বের মাইলফলক ছুঁয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। জানা গেছে, আগামীকাল রোববার, ১৩ মার্চ ‘ডিবি’ নাটকের ৪০০তম পর্ব প্রচার হবে।

ড. মাহফুজুর রহমান এর গল্প ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক । পরিচালনা করেছেন জি এম সৈকত। বাংলাদেশের অনেক সফল ও গুনী অভিনয় শিল্পীরা পর্যায়ক্রমে এ ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে বেশ কিছু নতুন শিল্পীর অভিষেক ঘটেছে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটির পাঁচটি পর্ব নিয়ে আবর্তিত হবে একটি গল্প। যেখানে ডিবি অফিসারদের টিমে নির্দিষ্ট কয়েকজন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। গল্পের সাথে সাথে নাটকের অভিনয় শিল্পী পরিবর্তন হবে।

নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, অপূর্ব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, জিনিয়া, ছবি, হুমাইরা হিমু, হীরা প্রমুখ।

এলএ/এমএস