ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে পপ তারকা ম্যাডোনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৯ জুন ২০২৩

বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা গুরুতর অসুস্থ। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘দ্য ইকোনোমিক টাইমস’-এ প্রকাশিত সংবাদে এমনটাই জানা গেছে। জীবাণু সংক্রমণে ভুগছেন তিনি।

গত শনিবার (২৪ জুন) হঠাৎ করেই সংজ্ঞা হারান পপ কুইন। সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যাওয়ার পরেই দ্রুত তাকে নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, তাকে আইসিইউতেও স্থানান্তর করাতে হয়।

আরও পড়ুন: সিনেমা মুক্তির আগেই চলে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী

সম্প্রতি ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পপ তারকার স্বাস্থ্যের এ খবর। তিনি আরও জানান, অসুস্থতার জন্য নিজের অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য হয়েছেন পপ তারকা।

আরও পড়ুন: টাইটানের মর্মান্তিক ঘটনায় যা বললেন ‘টাইটানিক’ সিনেমার পরিচালক

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট করে ম্যাডোনার ম্যানেজার জানান, গত ২৪ জুন শনিবার পপ তারকার গুরুতর এক জীবাণু সংক্রমণ হয়। নিউ ইয়র্কের হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলার পর আপাতত স্থিতিশীল আছেন গায়িকা। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনো বেশ কয়েকদিন লাগবে ষাটোর্ধ্ব পপ তারকার।

 
 
 
View this post on Instagram

A post shared by Guy Oseary (@guyoseary)

শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই আগামী ট্যুরও বাতিল করা হয়েছে ম্যাডোনার টিমের পক্ষ থেকে। তবে গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানোর আশ্বাসও দিয়েছেন গাই ওজারি।

আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা ম্যাডোনার। আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা ‘সেলিব্রেশন ট্যুর’-এর। ট্যুরের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন পপ তারকা।

একাধিক ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার। আপাতত হাসপাতালেই ঠিকানা তার। চিকিৎসকরা ছাড়াও পপ তারকার দেখাশোনা করার জন্য তার সঙ্গে রয়েছেন তার মেয়ে লর্ডস লিওন ও তার ম্যানেজার।

এমএমএফ/এএসএম

আরও পড়ুন