ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রকাশ হলো অতুল রাজের মেঘবতী (ভিডিও)

প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৯ মার্চ ২০১৬

সম্প্রতি মিডিয়া মানিয়ার ব্যানারে অতুল রাজের `মেঘবতী` গানের মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। গানটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন সঞ্জীবন চক্রবর্তী। গানটি পরিচালনা করেছেন জেড. এইচ. বাবু।

গানে কণ্ঠ দিয়েছেন অতুল রাজ এবং সিক্তা চক্রবর্তী । এ গানে মডেল হয়েছেন তাপস এবং সাবরিনা এবং গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তরুণ নির্মাতা পাপ্পু ।

 গানটির সম্পর্কে অতুলরাজ বলেন, এটি আমার প্রথম গাওয়া গান। সম্প্রতি মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ করেছি। অনেক যত্ন নিয়ে গানটি করেছি। আশা করি সকলের কাছে এটি ভালো লাগবে।



এনই/এএইচ/এমএস