প্রকাশ হলো বাপ্পা-প্রসূনের জানালার গ্লাস (ভিডিও)
প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হয়েছে বাপ্পা মজুমদারের গাওয়া ‘জানালার গ্লাস’ গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও। এতে বাপ্পার সঙ্গে মডেল হিসেবে আছেন লাক্স সুন্দরী প্রসূন। তাই ভিডিওটি নিয়ে ছিলো বাড়তি আগ্রহ।
শাহান কবন্ধের কথার গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন ইমরান কবির হিমেল। ৪ মিনিট ৫৫ সেকেন্ড ব্যাপ্তির এই মিউজিক ভিডিওতে সংসার জীবনের গল্প তুলে ধরা হয়েছে। গেল এপ্রিল মাসের শুরুর দিকে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হয় ‘জানালার গ্লাস’ গানটির ভিডিও।
ভিডিও প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘শ্রোতাদের ভিন্ন কিছু উপহার দিতেই খানিকটা ব্যতিক্রম আয়োজনে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। প্রমো দেখে সবাই প্রশংসা করছিলেন। আশা করছি পুরো ভিডিওটিও তাদের মন ছুঁয়ে যাবে।’
‘জানালার গ্লাস’র ভিডিওতে বাপ্পা মজুমদার ও প্রসূন আজাদ হাজির হয়েছেন রাবীন্দ্রীক সাজে। সংসার জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে এর গল্প।
দেখুন ‘জানালার গ্লাস’ গানটির মিউজিক ভিডিও :
এলএ/এমএস