এবার ফেসবুক পেজে হচ্ছে রাধারমণ লোকসংগীত উৎসব
নানা আবেগ ও অনুভূতিতে সমৃদ্ধ বাংলা সংগীতের ভান্ডার। এখানে মাটি ও মানুষের যে গান, সেই লোকজ ধারার সংগীতকে যারা নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছেন তাদের অন্যতম একজন রাধারমণ। তার গানগুলো শ্রোতাদের কাছে রাধারমণের গান বলেই পরিচিত।
তার পুরো নাম রাধারমণ দত্ত। মূলত তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলা ভক্তি কবি এবং সংগীতজ্ঞ। বিশেষভাবে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রতি তার গভীর ভালোবাসা এবং ভক্তির জন্য পরিচিত তিনি। ‘ভ্রমর কইও গিয়া’ গানটি তাকে অমরত্ব দিয়েছে। আছে আরও বেশ কিছু শ্রোতানন্দিত গান। তিনি সেসব গান রাধা ও কৃষ্ণের প্রতি ভক্তি নিয়ে তৈরি করলেও সেগুলো শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে মিলন-বিরহের অনুভূতি প্রকাশে প্রেমের গান হিসেবে।
সেই রাধারমণকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হচ্ছে লোকসংগীতের উৎসব। কথা ছিল এটি ২১, ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে উন্মুক্ত মঞ্চে এই আয়োজন সম্ভব হয়নি। তাই রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের ফেসবুক পেজে এটি আয়োজন করা হচ্ছে।
‘রাধারমণ লোকসংগীত উৎসব - ২০২৪’ শিরোনামে আয়োজনটি গেল ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। এটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় চলবে। এবার উৎসবটির ১৪তম আসর বসেছে।
উৎসবে ১৫ থেকে ১৮ নভেম্বর রাধারমণ দত্তের গান, ১৯-২০ নভেম্বর হাসন রাজার গান, ২১-২২ নভেম্বর দুরবীণ শাহের গান, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আবদুল করিমের গান, ২৬-২৭ নভেম্বর জালাল খাঁ’র গান, ২৮–২৯ নভেম্বর উকিল মুন্সী এবং ৩০ নভেম্বর মনমোহন দত্তের গান গাইবেন অনলাইন উৎসবে অংশ নেয়া শিল্পীরা।
ব্যাংক এশিয়া লি. ও এস পি কে এসের সৌজন্যে আয়োজিত উৎসবটির উপদেষ্টামণ্ডলী সদস্য হিসেবে আছেন রামেন্দু মজুমদার, ড. মোহাম্মদ সাদিক, হেদায়েতউল্লা আল মামুন ও প্রদীপ দত্ত। এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ফরাশউদ্দিন।
এলএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ খালেদা জিয়াকে সামনে থেকে দেখার মধুর স্মৃতি জানালেন গায়িকা পুতুল
- ২ খালেদা জিয়ার প্রস্থান যুগে যুগে মানুষের হৃদয়ে লেখা থাকবে: অপু বিশ্বাস
- ৩ খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো : কনকচাঁপা
- ৪ দুই সপ্তাহেই ৭৬০ মিলিয়ন, ১ বিলিয়ন আয়ের পথে নতুন ‘অ্যাভাটার’
- ৫ নায়ক বিদেশে, নতুন বছরের শুরুতে আসছে সিনেমা