সাইফ আলী খানের ওপর ‘হামলাকারীর’ ছবি প্রকাশ

অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে বলিউড তারকা সাইফ আলী খানকে। এদিকে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সম্ভাব্য এক হামলাকারীর ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ।
সিসিটিভি ফুটেজ সূত্রেই শনাক্ত করে হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, জানালা ব্যবহার করেই সাইফ-কারিনার বাড়িতে প্রবেশ করে ওই ব্যক্তি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তিকে রাত ২টা ৩৩ মিনিটে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু। পরনে আছে জিনস। কাঁধে রয়েছে ব্যাগও।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের ১০টি টিম। শিগগির ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত ২৫-৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেটা দেখেই পুলিশের অনুমান, হামলার কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত ব্যক্তি বাড়ির ভেতরে উপস্থিত ছিল।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তার শরীর। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে।
এমআই/ইএ
টাইমলাইন
- ০৪:৩০ পিএম, ২০ জানুয়ারি ২০২৫ সাইফকে হামলার দায় স্বীকার করল গ্রেফতার হওয়া সেই শেহজাদ
- ০৩:৫৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৫ সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি নন, আইনজীবীর দাবি
- ০৮:৫২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫ সাইফের ঘটনায় ২ সন্দেহভাজন আটক
- ০৭:৩১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫ পুলিশের কাছে সাইফের ওপর হামলা নিয়ে যা বললেন কারিনা
- ০৫:৩২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫ সাইফ আলি খানের স্বাস্থ্যবিমার নথি ফাঁস
- ০১:৫০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫ সাইফ-কারিনার ‘পাতৌদি হাউস’ কেমন, ভেতরে কী কী আছে?
- ০১:২৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫ সাইফের ওপর হামলা, তল্লাশি শেষে আটক ১
- ১২:৩৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫ সাইফের ওপর হামলা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ কারিনার
- ১২:৩১ এএম, ১৭ জানুয়ারি ২০২৫ সাইফ আলী খানের ওপর ‘হামলাকারীর’ ছবি প্রকাশ
- ০৪:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫ আইসিইউতে সাইফ আলি খান
- ০২:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫ বন্ধুর ওপর হামলার খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলেন শাহরুখ
- ০১:৫৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫ সাইফের বাড়ির কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ
- ১২:০০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫ দুই ছেলে কেমন আছেন, জানালেন কারিনা
- ১১:২৯ এএম, ১৬ জানুয়ারি ২০২৫ অস্ত্রোপচার শেষ, শরীর থেকে বেরুলো ছুরির ফলা
- ১০:৩০ এএম, ১৬ জানুয়ারি ২০২৫ বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে কুপিয়ে জখম
বিজ্ঞাপন