টিফিনের টাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শিশুদের হাসি পাঠাগারটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অবস্থিত। স্কুলশিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় স্থাপিত হয় পাঠাগারটি। সদস্যরা প্রতিদিন ১ টাকা হারে মাসিক ৩০ টাকা চাঁদা দেয়। এখানে প্রতিদিন জ্ঞানপিপাসুরা বই পড়তে আসেন।
সেই জমানো টাকার পাঠাগারের উদ্যোগে এবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১৮ মার্চ অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মাহমুদুল হক রিয়াদ। অতিথি হিসেবে ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা এবিএম ছিদ্দিক চঞ্চল, সাংবাদিক জাকির হোসেন, প্রভাষক ফজলুল হক, হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদা দেওয়ান আফরোজ ও হোসেনপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রত্না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম হয় মারিয়াম ও দ্বিতীয় হয় অপ্সরা দাস অস্মি। খ গ্রুপে প্রথম হয় মোনতাজ্জাম সারা ও দ্বিতীয় হয় জান্নাতুল বাকি কেয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরফুদ্দীন আলম ভান্ডারী। অনুষ্ঠানে সহযোগিতা করেন মাহফুজুল হক ফাহাদ, জুনায়েদ রাব্বি প্রকাশ, রাজু আহমেদ সজীব, জিল্লুর, মীম প্রমুখ।
বিজ্ঞাপন
শিশুদের হাসি পাঠাগারের প্রধান উপদেষ্টা এবিএম ছিদ্দিক চঞ্চল বলেন, ‘পাশ্চাত্য সংস্কৃতির করাল থাবা বর্তমানে আমাদের কোমলমতি শিশুদের ওপর পড়ছে। এর থেকে রক্ষা পেতে এ ধরনের আয়োজন বেশি বেশি হওয়া উচিত বলে আমি মনে করি।’
এসইউ/এএসএম
আরও পড়ুন
বিজ্ঞাপন