ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

রাশিফল : ০৭ মে ২০১৫

প্রকাশিত: ০২:০৪ এএম, ০৭ মে ২০১৫

মিথুন: ঈর্ষাকাতর সহকর্মীর কূট চাল বিপাকে ফেলে দিতে পারে। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে বহু ব্যয়।
    
কর্কট: কর্মে সাফল্যের বিলম্বিত স্বীকৃতি। উপার্জন বাড়লেও বিভিন্ন কারণে বহু ব্যয়ে সঞ্চয় হ্রাস। স্নায়ুপীড়া ভোগাবে।

মেষ: মাতৃস্থানীয়া আত্মীয়ার সঙ্গে বিবাদে মনঃকষ্ট। হাতছাড়া দ্রব্যার্থ পুনরুদ্ধারের সম্ভাবনা।
    
বৃষ: জ্ঞাতিপড়শির চক্রান্তে সংসারে অশান্তি বাড়বে। সৃষ্টিশীল কাজে কৃতিত্বের বিশেষ স্বীকৃতির যোগ। স্পন্ডিলাইটিস জাতীয় রোগে দুর্ভোগ।

সিংহ: জ্ঞাতিদের সঙ্গে সম্পত্তি-বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে জটিলতার জেরে সংস্থা পরিবর্তনের চিন্তা। রক্তচাপের ওঠানামায় নানান শারীরিক সমস্যা।
    
কন্যা: কর্মস্থলে দায়িত্বের চাপ বাড়ায় ক্লান্তি ও অবসাদ। পরোপকারের জন্য বিশেষ সম্মান লাভের সম্ভাবনা। বকেয়া টাকা ফেরত পেতে পারেন।
    
তুলা: স্থির বুদ্ধিতে প্রতিকূলতার মোকাবিলা করে কাজকর্মে অগ্রগতি। মকদ্দমার ফল অনুকূলে যেতে পারে। অনিদ্রাজনিত রোগে ভোগান্তি।
    
বৃশ্চিক: ব্যবসায় জটিলতা অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। আন্তরিক ব্যবহারে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। বক্ষঃপীড়ায় দুর্ভোগ।
    
ধনু: কর্মে উন্নতি ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। শ্বাসকষ্টে ভোগান্তি।
    
মকর: ব্যবসা ঘিরে রাজনৈতিক অশান্তি বাড়তে পারে। সন্দেহবাতিক থেকে দাম্পত্যে শীতলতা। উঁচু থেকে পড়ে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে।
    
কুম্ভ: মাত্রাছাড়া ভাবাবেগ কার্যসিদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সমস্যা মিটিয়ে কর্মক্ষেত্রে প্রশংসা লাভ।
    
মীন: কর্মক্ষেত্রে গোলযোগ নিয়ে উদ্বেগের অবসান। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলোচনা। কোমর থেকে নীচের দিকে বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।

এআরএস/পিআর