৭৮৫ সিঁড়ির কোনপিরা-সান
শ্রাইন হচ্ছে মন্দির, প্যাগোডা বা ধর্মীয় স্থাপনা। জাপানে ৭৮৫ সিঁড়ি বিশিষ্ট একটি শ্রাইন রয়েছে, যার নাম কোনপিরা-সান। এদো যুগে জীবনে একবার কোনপিরা-সান নামে পরিচিত শ্রাইন পরিদর্শন করা অনেক জাপানির স্বপ্ন ছিল।
-20170816123245.jpg)
> আরও পড়ুন- দেখে আসুন শরতের রং বদল
সমুদ্রকে রক্ষা করার দেবতা হিসেবে, কাগাওয়া জেলার কোতোহিরা শহরের এই শ্রাইন এখনও প্রতিবছর ৪০ লক্ষ প্রার্থনাকারীকে আকর্ষণ করে থাকে।
-20170816123223.jpg)
বিখ্যাত সেই ৭৮৫টি পাথরের সিঁড়ি বেয়ে উঠে মনের বাসনা শ্রাইনে নিবেদন করতে পারেন। উঠতে পারেন পায়ে হেঁটে বা পালকিতে করে। তখন আপনার মনে হবে, আপনি একজন রাজকুমার বা রাজকুমারী।
> আরও পড়ুন- জাপানের বিখ্যাত আপেল শহর
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে- গোনিন বিয়াকুশো ৮শ’ বছর ধরে এখানে ক্যান্ডি বিক্রি করে আসছে। কেবল ৫টি পরিবারকে এই পবিত্র চত্বরে ব্যবসা করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।
-20170816123303.jpg)
এখানে রয়েছে কুকুরের আবক্ষ মূর্তি। এই কুকুরগুলো এদো যুগে তাদের মালিকদের এই শ্রাইন পরিদর্শনের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছিল। কোনপিরা-সানের সবগুলো সিঁড়ি পেরিয়ে প্রধান শ্রাইনে পৌঁছানো যায়।
এসইউ/পিআর