ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

আন্দোলনরত বিসিএস চিকিৎসকদের কর্মসূচি স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫

 

আন্দোলনরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে কর্মসূচি চলাকালীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে মানববন্ধন করছিলেন সংগঠনটির সদস্যরা। এতে সশরীরে উপস্থিত হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি তাদের দাবিগুলো আগামী ১২ সপ্তাহের মধ্যে বিবেচনার আশ্বাস দেন। তার আশ্বাসে সন্তুষ্ট হয়ে ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম’ তাদের কর্মসূচি স্থগিত করে।

সংগঠনটির আহ্বায়ক ডা. মীর মোহাম্মদ আসাদুজ্জামান জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম’- এর দুই দফা দাবি হলো, পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিসত্তর ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে। ৩ নং গ্রেডপ্রাপ্ত যোগ্য সবাইকে নির্দিষ্ট সময় পরপর ২য় ও ৩য় গ্রেড দেওয়ার মাধ্যমে যোগ্য পাওনা দিতে হবে।

এদিকে, চিকিৎসকদের ডাকা ২ ঘণ্টার কর্মবিরতির কারণে রোগীর লোকজন ক্ষিপ্ত হয়ে রাজধানী নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের (নিনস) অভ্যর্থনা কক্ষ ভাংচুর করেছে। এ সময় কয়েকজন চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ন রোগীর আত্মীয়-স্বজনেরা। তারা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকদের হেনস্তা করতে যান।

এসইউজে/এএমএ/জেআইএম